[ad_1]
নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি মামলায় গত কয়েক মাস ধরেই পার্থ চট্টোপাধ্যায়ের জীবন বিতশ্রদ্ধ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর দিন কয়েক স্বস্তি মিললেও শুক্রবার সব ডামাডোল হয়ে যায়। শুক্রবার ভোররাতে তার বাড়িতে হানা দেয় ইডি।
ইডি-র এই হানা দেওয়ার পর থেকেই সবার চোখ যার দিকে পড়েছিল তিনি হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দিনভর নানান খবরের মাঝে সমস্ত কিছুকে ছাপিয়ে যায় ইডি-র সন্ধ্যা বেলার টুইট। তাদের তরফ থেকে জানানো হয়, বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনা। জানা যাচ্ছে এই টাকার পরিমাণ ২০ কোটি টাকা। ৫০০ এবং ২০০০ টাকার নোট জমা করে রাখা হয়েছিল।
এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়, অর্পিতা মুখোপাধ্যায় নামে এক তরুণীর হরিদেবপুরের ফ্ল্যাট থেকে। এই অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে সূত্র মারফত। এই টাকা উদ্ধারের পর এখনো পর্যন্ত দফায় দফায় জেরা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। এখন প্রশ্ন হল এই অর্পিতা মুখোপাধ্যায় কে?
অর্পিতা মুখোপাধ্যায় পেশায় একজন মডেল। পার্থ চট্টোপাধ্যায় নাকতলা উদয়ণ সংঘে যে দুর্গা পুজো করান, সেই পুজোর মডেল মুখ হলেন এই অর্পিতা। সূত্র মারফত জানা যাচ্ছে, এই মডেল পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তাদের এক সঙ্গে অনেক ছবিও রয়েছে বিভিন্ন ব্যানারে এবং সোশ্যাল মিডিয়ায়।
ED is carrying out search operations at various premises linked to recruitment scam in the West Bengal School Service Commission and West Bengal Primary Education Board. pic.twitter.com/i4dP2SAeGG
— ED (@dir_ed) July 22, 2022
টলিউড সূত্রে জানা যাচ্ছে, এই অর্পিতা মুখোপাধ্যায় বাংলার পাশাপাশি তামিল এবং ওড়িয়া সিনেমায় অভিনেত্রীর কাজ করেছেন। তাকে কাজ করতে দেখা গিয়েছে প্রসেনজিৎ, জিৎ, স্বস্তিকার মতো নায়ক নায়িকাদের ছবিতে সহ অভিনেত্রীর ভূমিকায়। ২০১১ সালে ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন অর্পিতা। সেসময়ই তার বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই সময়ই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয়েছিল তার। এছাড়াও তিনি জিৎ স্বস্তিকা অভিনীত পার্টনার এবং প্রসেনজিৎ অভিনীত মামা ভাগ্নে সিনেমায় সহ অভিনেত্রী হিসাবে কাজ করেছেন। তালিকায় আরও অনেক সিনেমা এবং সিরিয়ালে এই অভিনেত্রীর অভিনয় থাকলেও তিনি এতদিন অভিনয় করে যা জনপ্রিয়তা অর্জন করেছেন তার থেকে বেশি জনপ্রিয়তা পান শুক্রবার সন্ধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তার বাড়ি থেকে ২০ কোটি টাকার পাহাড় উদ্ধার হতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।
[ad_2]