ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাইক হাতে জেলাশাসক বিধান রায়, গাইলেন ‘মিলন হবে কত দিনে’

মাইক হাতে জেলাশাসক বিধান রায়, গাইলেন ‘মিলন হবে কত দিনে’
Rate this post

[ad_1]

মাইক হাতে জেলাশাসক বিধান রায়, গাইলেন 'মিলন হবে কত দিনে'

পার্থ দাস : কলম চালাতে সিদ্ধহস্ত, তবে এর পাশাপাশি গানটাও যে তিনি ভালোভাবেই গেয়ে ফেলেন, শুক্রবার সেটাই প্রমাণ করলেন বীরভূম জেলাশাসক বিধান রায়। হঠাৎ মাইক হাতে গেয়ে ফেললেন ‘মিলন হবে কত দিনে’। তার কন্ঠে এই গান শুনে রীতিমতো অবাক হয়ে যান দর্শকাসনে বসে থাকা অন্যান্য বাউল, ভাদু সহ অন্যান্য শিল্পীরা।

শুক্রবার বীরভূমের সিউড়ির সিধো কানহু মুক্ত মঞ্চে লোকশিল্পীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং বীরভূম জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার উদ্বোধনে উপস্থিত হন বীরভূম জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য আধিকারিকেরা।

এই অনুষ্ঠানের উদ্বোধনের পর পারম্ভিক বক্তব্যে জেলাশাসক বিধান রায় জেলার লোকশিল্পীদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের জন্যই বীরভূমের লোকসংস্কৃতি আজ আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গিয়েছে তা স্বীকার করে নেন। আগামী দিনে এই সকল শিল্পীদের জন্য সরকার সমস্ত রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেও জানান তিনি।

এই মঞ্চেই এদিন হঠাৎ বীরভূম জেলাশাসক বিধান রায়কে মাইক হাতে নিয়ে অন্যতম জনপ্রিয় গান ‘মিলন হবে কত দিনে’ গানটি গাইতে শোনা যায়। সত্যি বলতে বীরভূম জেলাশাসক বিধান রায়কে এতদিন যেভাবে দেখা গিয়েছে তার থেকে যেন তিনি আজ আলাদা ভাবেই ধরা দেন। তিনি যে এত সুন্দর গান গাইতে পারেন তা হয়তো অনেকেরই জানা ছিল না। আজ এই মঞ্চে স্পষ্ট হয়ে গেল, তিনি যেমন সিদ্ধহস্তে কলম চালাতে পারেন, ঠিক তেমনি সুরেলা কন্ঠে গানও গাইতে পারেন।

তবে বীরভূম জেলাশাসক গান গেয়ে এই মন জয় করেছেন এমনটা নয়। এর পাশাপাশি তিনি আবার এদিন দেওয়ানগঞ্জ এলাকায় আদিবাসীদের সঙ্গে ফুটবলও খেলেন।

[ad_2]

Leave a Reply