[ad_1]
নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এমনিতেই সরগরম রাজ্য। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় চলছে সম্পত্তির খোঁজ। এইরকম সরগরম পরিস্থিতিতে মঙ্গলবার ঘি ঢেলে দিলেন এক মহিলা।
যে মহিলার কথা বলা হচ্ছে উনি মঙ্গলবার যখন পার্থ চট্টোপাধ্যায়কে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয় সেই সময় তিনি তার ‘টাঁক’ লক্ষ্য করে জুতো ছুঁড়েন। প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে এইভাবে জুতো ছোঁড়া মহিলা আসলে কে?
এদিন যে মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন তার নাম হলো শুভ্রা ঘোরাই। মধ্য বয়স্কা এই মহিলার বাড়ি উত্তর ২৪ পরগনার আমতলায়। ওই মহিলার বাড়ি জোকা ইএসআই হাসপাতালের কাছেই। ওই মহিলাও এদিন চিকিৎসা সংক্রান্ত কাজে এই হাসপাতালে এসেছিলেন। জানা যাচ্ছে, ১৫ বছর আগে ওই মহিলার বিয়ে হয়। তার স্বামী একটি প্লাইউড কারখানার কর্মী এবং তাদের এক মেয়ে রয়েছে যে উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়া।
কিন্তু প্রশ্ন উঠছে কেন ওই মহিলা এমন হটকারী সিদ্ধান্ত নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন? এর উত্তরে তিনি জানান, “পার্থের মতো নেতাদের কোটি-কোটি টাকা আছে। একাধিক ফ্ল্যাট কিনে রেখেছেন। এসি গাড়িতে চেপে হাসপাতালে আসছেন। তার ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে।”
তিনি আরও জানান, ‘এদেরকে কি জুতো ছাড়বো না তো কি মালা দিয়ে বরণ করলে আপনাদের ভালো লাগবে?’ যদিও পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ছোঁড়া জুতো লক্ষ্যভেদ হওয়ায় তিনি হতাশ হয়েছেন এবং জানিয়েছেন, ‘পার্থের টাঁকে জুতোটা লাগলে শান্তি পেতাম।’
Lady who had come for the treatment in ESI Hospital hurled shows at #Partha Chatterjee while he was taken for Medical checkup listen to what she said ## SSC Scam pic.twitter.com/FKk4DHPwRE
— Syeda Shabana (@ShabanaANI2) August 2, 2022
পার্থকে লক্ষ্য করে জুতো ছোঁড়া মহিলার প্রতিবেশীদের তরফ থেকে জানানো হয়েছে, ওই মহিলার রাজনীতির সঙ্গে কোন যোগাযোগ নেই। তিনি অধিকাংশ সময় বাড়িতেই থাকেন। পাড়া-প্রতিবেশীর সঙ্গে কারোর কোনদিন ঝগড়া হতে দেখা যায় নি। রেগে যেতেও দেখা যায়নি কোনদিন সেই ভাবে। এদিন তার হাতে ব্যথা ছিল সেই জন্য ওষুধ আনতে গিয়েছিলেন। সেই সময় পার্থ চট্টোপাধ্যায়কে দেখে হয়তো তার মাথা গরম হয়ে যায়, তারপর এমন কান্ড ঘটান।
[ad_2]