ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পাকিস্তানকে বাদ দিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যৎ বাণী অস্ট্রেলিয়ান কিংবদন্তির, বললেন ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া

পাকিস্তানকে বাদ দিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যৎ বাণী অস্ট্রেলিয়ান কিংবদন্তির, বললেন ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া

[ad_1]

পন্টিং বলেছেন, ‘বাবর যদি অসাধারণ টুর্নামেন্ট না কাটায়, তাহলে আমার মনে হয় না পাকিস্তান (বিশ্বকাপ) জিততে পারবে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে আমি বাবরকে কাছ থেকে দেখেছি। তখনই বুঝেছি, আগামী কয়েক বছরে সে অনেক এগিয়ে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তানের ওপেনার ও নতুন বলের বোলাররা খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মাটিতে স্পিনারদের ভূমিকা খুব কঠিন হবে, খানিক ভিন্নও হবে। উইকেটে তেমন কোনো সাহায্য থাকায় তাদের জন্য উইকেট নেওয়া একদমই সহজ হবে না।’

এসময় ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ভবিষ্যদ্বাণী করে পন্টিং বলেন, ‘আমি মনে করি, ভারত ও অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে। আমাকে বলতেই হবে, ফাইনালে ভারতকে হারাবে অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেলবে। যা তাদের সম্ভাবনা অনেক বাড়িয়ে গেছে।’

এছাড়া ইংল্যান্ডকেও বড় দাবিদার হিসেবে উল্লেখ করেছেন অসি কিংবদন্তি, ‘সত্যি বললে, ইংল্যান্ডও সাদা বলের ক্রিকেটে ভয়ানক দল। এই ফরম্যাটে তাদের দারুণ সেটআপ রয়েছে। আমার মতে, কাগজে-কলমে তিনটি দলে সবচেয়ে বেশি ম্যাচ উইনার রয়েছে- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।’

এ বছর নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে নানান আলোচনা। যেখানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক মত দিয়েছেন, এবারের বিশ্বকাপে সম্ভাবনা কম পাকিস্তানের। তার মতে, ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

আইসিসি রিভিউয়ের সবশেষ এপিসোডে ৪৭ বছর বয়সী পন্টিং জানিয়েছেন, পাকিস্তানের বিশ্বকাপ সম্ভাবনা অনেকটাই নির্ভর করবে দলের অধিনায়ক বাবর আজমের ওপর। এছাড়া তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ওপরেও থাকবে বাড়তি দায়িত্ব।

তবে চমকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি, ‘আমি এই খেলাটি সম্পর্কে ভালোভাবেই জানি এবং নিউজিল্যান্ড, পাকিস্তান, এমনকি ওয়েস্ট ইন্ডিজও চমক দিতে পারে। টি-টোয়েন্টিতেই ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে সাবলীল ক্রিকেট খেলে। তাই এ তিন দলের কেউ ফাইনালে গেলেও আমি অবাক হবো না।’

[ad_2]

Leave a Reply