ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মহম্মদ রেজওয়ানের ঝড়ো ফিফটি এবং অর্শদীপের সহজ ক্যাচ মিসে ৫ উইকেটে ম্যাচ হারলো ভারত

[ad_1]

গ্রুপ লিগের ২টি ম্যাচেই জয় তুলে নিয়ে সুপার ফোরে প্রবেশ করেছে ভারত। পাকিস্তান গ্রুপ লিগে জিতেছে একটি ম্যাচ। উল্লেখযোগ্য বিষয় হল, টুর্নামেন্টের একেবারে শুরুতেই টিম ইন্ডিয়ার কাছে হার মানতে হয়েছে বাবর আজমদের।

এবার সুপার ফোরের ম্যাচে ফের সম্মুখসমরে ভারত-পাকিস্তান। ভারতের চাইবে পাকিস্তানের বিরুদ্ধে আধিপত্য কায়েম রাখতে। পাকিস্তান ব্যর্থতার ছবিটা বদলে দিতে মরিয়া। এখন দেখার, শেষ হাসি হাসে কারা?

মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলেই চার মারেন মহম্মদ রিজওয়ান। পঞ্চম বলে চার মারেন বাবর আজম। প্রথম ওভারে ৯ রান ওঠে।

দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তিনি মোটে ২ রান খরচ করেন ওভারে। ২ ওভারে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। রিজওয়ান ৬ ও বাবর ৫ রানে ব্যাট করছেন।

তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমার ৮ রান খরচ করেন। ৩ ওভারে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৯ রান। বাবর আজম ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১২ রান করেছেন। চলতি এশিয়া কাপে এটি পাক অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। গ্রুপের ২টি ম্যাচে বাবর যথাক্রমে ১০ ও ৯ রানে আউট হয়েছিলেন।

চতুর্থ ওভারে রবি বিষ্ণোইকে বল করতে ডাকেন রোহিত শর্মা। বল হাতে নিয়েই তিনি সাফল্য এনে দেন দলকে। ৩.৪ ওভারে বিষ্ণোইয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন বাবর আজম।

২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৪ রান করেন পাক দলনায়ক। পাকিস্তান ২২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফখর জামান। রবি প্রথম ওভারে ৩ রান খরচ করে ১টি উইকেট নেন।

পঞ্চম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই চার মারেন মহম্মদ রিজওয়ান। চতুর্থ বলে চার মারেন ফখর জামান। শেষ ওভারে আরও ১টি চার মারেন রিজওয়ান। ওভারে মোট ১৪ রান ওঠে। ৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৬ রান। রিজওয়ান ১৭ ও ফখর ৫ রানে ব্যাট করছেন।

পাওয়ার প্লে-র ৬ ওভারে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে। অর্শদীপের বলে ১টি দুর্দান্ত ছক্কা মারেন রিজওয়ান। তিনি ২৪ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন ফখর জামান। অর্শদীপ ২ ওভারে ১০ রান খরচ করেছেন।

সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় পাকিস্তান। ৭ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। চাহালের ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন রিজওয়ান। তিনি ৩০ রানে ব্যাট করছেন।

অষ্টম ওভারে মাত্র ৫ রান খরচ করেন রবি বিষ্ণোই। ১ রান আসে অতিরিক্ত হিসেবে। ২ ওভারে তিনি মোট ৮ রান দেন। পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৫৭ রান। রিজওয়ান ৩২ রানে ব্যাট করছেন।

৮.৩ ওভারে যুজবেন্দ্র চাহালকে চার মারেন ফখর জামান। পরের বলে স্টেপ-আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন পাক তারকা। তবে গতির হেরফের করে ফখরকে ফাঁদে ফেলেন চাহাল।

বাউন্ডারি লাইনে কোহলির হাতে ধরা পড়েন জামান। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৫ রান করেন ফখর। পাকিস্তান ৬৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ নওয়াজ। ৯ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৭ রান।

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৭৬ রান। সুতরাং জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৬ রান দরকার পাকিস্তানের। রিজওয়ান ৩৫ ও নওয়াজ ১১ রান করেছেন। রিজওয়ান ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। নওয়াজ ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। হার্দিক ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।

১১তম ওভারে ১০ রান খরচ করেন যুজবেন্দ্র চাহাল। পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান। রিজওয়ান ৩২ বলে ৪৪ রান করেছেন। ৬ বলে ১২ রান করেছেন নওয়াজ।

ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে ব্যাট চালাচ্ছেন মহম্মদ নওয়াজ। ১২তম ওভারে বিষ্ণোইয়ের বলে ১টি ছক্কা মারেন তিনি। ওভারে মোট ১০ রান ওঠে। পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৯৬ রান। নওয়াজ ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২০ রান করেছেন। রিজওয়ান ব্যাট করছেন ৪৬ রানে।

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। হংকংয়ের বিরুদ্ধে গত ম্যাচও অর্ধশতরান করেছেন তিনি। সুতরাং, কোহলির মতো চলতি এশিয়া কাপে পরপর ২টি ম্য়াচে হাফ-সেঞ্চুরি করলেন পাক ওপেনার।

১৩তম ওভারে ১১ রান ওঠে। পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১০৭ রান। রিজওয়ান ৫৩ ও নওয়াজ ২৪ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৭ ওভারে ৭৫ রান দরকার পাকিস্তানের।

১৪তম ওভারে ১২ রান খরচ করেন হার্দিক পান্ডিয়া। তিনি ৩ ওভারে ৩৫ রান দেন। পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১১৯ রান। জয়ের জন্য ৬ ওভারে ৬৩ রান দরকার পাকিস্তানের। নওয়াজ ১৫ বলে ৩৩ রান করেছেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। রিজওয়ান ৫৫ রানে ব্যাট করছেন।

১৫তম ওভারে চাহালের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন নওয়াজ। চতুর্থ বলে চার মারেন মহম্মদ রিজওয়ান। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৫ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৩৫ রান।

জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৪৭ রান। রিজওয়ান ৬২ ও নওয়াজ ৪২ রানে ব্যাট করছেন। চাহাল ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

১৫.৩ ওভারে ভুবনেশ্বর কুমারকে ছক্কা মারতে গিয়ে দীপক হুডার হাতে ধরা পড়েন মহম্মদ নওয়াজ। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন নওয়াজ। এটি তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

পাকিস্তান ১৩৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন খুশদিল শাহ। ভুবির ওভারে ৪ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ১৩৯ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪৩ রান দরকার তাদের। রিজওয়ান ৬৫ রানে ব্যাট করছেন।

১৬.৫ ওভারে হার্দিকের বলে সূর্যকুমারের হাতে ধরা পড়েন মহম্মদ রিজওয়ান। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৭১ রান করে মাঠ ছাড়েন রিজওয়ান। পাকিস্তান ১৪৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আসিফ আলি।

১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১৪৮ রান। জিততে ৩ ওভারে ৩৪ রান দরকার তাদের। হার্দিক ৪ ওভারে ৪৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

১৭.৩ ওভারে রবির বলে আসিফের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় ভারত। আম্পায়ার লেগ সাইডের বাইরের বলে ওয়াইডের সিগন্যাল দেন। আল্ট্রা এজে গ্রাফের নড়াচড়া চোখে পড়লেও তৃতীয় আম্পায়ার আউট দেননি। রোহিত ও পন্তকে অখুশশি দেখায় আম্পায়ারের সিদ্ধান্তে।

১৭.৩ ওভারে রবি পুনরায় বল করতে এলে আসিফ ক্যাচ তুলে বসেন। তবে অতি সহজ ক্যাচ ছেড়ে দেন অর্শদীপ সিং। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১৫৬ রান। জিততে শেষ ২ ওভারে ২৬ রান দরকার তাদের। খুশদিল ৭ রানে ব্যাট করছেন। আসিফ ১ রান করেছেন। বিষ্ণোই ৫

১৯তম ওভারের শুরুতেই ওয়াইড করেন ভুবনেশ্বর। প্রথম বলে ১ রান নেন খুশদিল। দ্বিতীয় বলে ছক্কা মারেন আসিফ। ফের ওয়াইড করেন ভুবনেশ্বর। তৃতীয় বলে ১ রান নেন আসিফ। চতুর্থ বলে চার মারেন খুশদিল।

পঞ্চম বলে ১ রান নেন তিনি। শেষ বলে চার মারেন আসিফ। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১৭৫ রান। শেষ ওভারে পাকিস্তানের দরকার ৭ রান। ভুবি ৪ ওভারে ৪০ রানে ১ উইকেট নেন।

শেষ ওভারে অর্শদীপের প্রথম বলে ১ রান নেন খুশদিল। দ্বিতীয় বলে চাপ মারেন আসিফ। তৃতীয় বলে কোনও রান ওঠেনি। ৩ বলে ২ রান দরকার পাকিস্তানের। চতুর্থ বলে আসিফ আলিকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান অর্শদীপ।

২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন আসিফ। পাকিস্তান ১৮০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। পঞ্চম বলে ২ রান নিয়ে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে দেন ইফতিকার।

[ad_2]

Leave a Reply