ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

৪ পাকিস্তান ও ২ ভারতীকে নিয়ে এশিয়া কাপের সেরা একাদশ ঘোষণা করলেন হার্শা, বাদ পড়লেন রোহিত-বাবর

৪ পাকিস্তান ও ২ ভারতীকে নিয়ে এশিয়া কাপের সেরা একাদশ ঘোষণা করলেন হার্শা, বাদ পড়লেন রোহিত-বাবর
Rate this post

[ad_1]

গতকাল শেষ হয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ।টুর্নামেন্ট শেষ হতেই সেরা একাদশ নির্বাচিত করেছেন ইন্ডিয়ান জনপ্রিয় কমেন্ট্রেটর হার্শা। হার্শার একাদশে পাকিস্তানের আছেন ৪ জন, শ্রীলঙ্কার ৩ জন, ভারতের ২ জন ও আফগানিস্তানের ২ জন। তবে নেই কোনো বাংলাদেশি।

ওপেনার হিসেবে হার্শা বেছে নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও আফগান রহমানউল্লাহ গুরবাজকে। সেই সাথে ফর্মে ফেরা বিরাট কোহলি আছেন হার্শার একাদশের ওয়ান ডাউনে। আফগানিস্তানের আরেক ক্রিকেটার নাজিবউল্লাহ জাদরানকে রাখা হয়েছে চার নম্বরে।

শ্রীলঙ্কাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখা এবং ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া ভানুকা রাজাপাকসে আছেন পাচে, সাথে আছেন দলটির অধিনায়ক ও অলরাউন্ডার দাসুন শানাকা। পাকিস্তান থেকে আরও আছেন মোহাম্মদ নওয়াজ ও নাসিম শাহ। নাসিম ছাড়াও বোলিং আক্রমণে আছেন ভারতের ভুবনেশ্বর কুমার এবং শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা।

এক নজরে একাদশ:

মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), রহমানউল্লাহ গুরবাজ, বিরাট কোহলি, নাজিবউল্লাহ জাদরান, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ভুবনেশ্বর কুমার, নাসিম শাহ, দিলশান মাদুশঙ্কা।

[ad_2]

Leave a Reply