[ad_1]
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ফেসবুক ব্যবহারকারীর একাধিক অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে লগইন সমস্যা তৈরি হয়। আর সে কারণেই নতুন এই ফিচার আনা হয়েছে। এখন থেকে যে কোনো ব্যবহারকারী তার বর্তমান প্রোফাইল ছাড়াও আরও চারটি প্রোফাইল লিঙ্ক করতে পারবেন।
একটি প্রোফাইলের সঙ্গে অন্য প্রোফাইল লিঙ্ক করলেও প্রোফাইলের ভেতরে কোনো পরিবর্তন করা হবে না। ফেসবুক নিজে থেকেও এক্ষেত্রে কোনো পরিবর্তন করবে না। যাদের একাধিক প্রোফাইল লিঙ্ক করা থাকবে তাদের ক্ষেত্রে ডিসপ্লে নেমের জায়গায় নিজের আসল নাম নাও রাখতে পারেন।
সেক্ষেত্রে এমন নাম রাখত হবে যাতে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়লেন্স না হয়। অর্থাত্ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনেই ডিসপ্লে নেম রাখতে হবে। ধারণা করা হচ্ছে আগস্টেই এই ফিচার আনবে মেটা।
[ad_2]