ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রামচরনের পরিবারে এলো নতুন অতিথি

রামচরনের পরিবারে এলো নতুন অতিথি
রামচরনের পরিবারে এলো নতুন অতিথি
Rate this post

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রামচরনের পরিবারে এলো নতুন অতিথি। মঙ্গলবার সকালে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন রামচরণের স্ত্রী উপাসনা।

বিয়ের ১১ বছর পর তাঁদের জীবনে সন্তান আসায় স্বাভাবিকভাবেই খুশি দক্ষিণের এই সেলিব্রিটি দম্পতি। খবর অনুযায়ী, রামচরণের স্ত্রী উপাসনা ও কন্যা সন্তান সুস্থই রয়েছে।

বেশ কয়েকদিন আগে এক সাক্ষাত্‍কারে বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন রামচরণ। জানিয়ে ছিলেন, বিয়ের ১১ বছর পর সন্তানের প্ল্যানটা একেবারেই তাঁদের দু’জনের সিদ্ধান্ত। সঙ্গে উপাসনা জানিয়ে ছিলেন সন্তান জন্ম নেওয়ার পর রামচরণের পৈতৃক বাড়িতেই ফিরে যাবেন তাঁরা। কেননা, রামচরণ ও উপাসনা দুজনেই চান তাঁদের সন্তান দাদু-ঠাকুমার কোলেই বড় হয়ে উঠুক।

তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। তাঁর ‘মগধীরা’ সিনেমার কাহিনি অবলম্বনে বাংলায় ‘যোদ্ধা’ সিনেমা তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব। অবশ্য সেসব বহু আগের কথা। এখন রাজামৌলির ‘RRR’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারতে তাঁর সুখ্যাতি।

এক সাক্ষাত্‍কারে রামচরণ জানিয়ে ছিলেন, ‘বাংলা সিনেমা দেখতে বড্ড ভালবাসেন। সুযোগ পেলে বাংলা সিনেমা অভিনয় করতে চান। অন্যান্য আঞ্চলিক ভাষাতেও কাজ করতে আপত্তি নেই রামচরণের। তবে বাংলা সিনেমা প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে।’

Leave a Reply