ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসিস্টেন্ট ও সিনিয়র অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ – AAI Assistant Recruitment 2022

AAI Assistant Recruitment 2022
AAI Assistant Recruitment 2022
Rate this post

[ad_1]

এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসিস্টেন্ট ও সিনিয়র অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ – AAI Assistant Recruitment 2022

এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসিস্টেন্ট ও সিনিয়র অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ – AAI Assistant Recruitment 2022: পুজোর আগেই রাজ্য়ে তৈরি হয়েছে একাধিক কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে একাধিক সরকারি-বেসরকারি ক্ষেত্রে চলছে কর্মী নিয়োগ। পুজোর আগেই বিমানবন্দর কর্তৃপক্ষও প্রকাশ করল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফে জুনিয়র অ্যাসিস্টেন্ট ও সিনিয়র অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। চলতি মাসের শুরু থেকেই এই পদগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর অবধি।

এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দক্ষিণ ভারতে, মূলত চেন্নাইয়ে জুনিয়র ও সিনিয়র অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদগুলি হল-

  • জুনিয়র অ্য়াসিস্টেন্ট (ফায়ার সার্ভিস): ১৩২ টি শূন্যপদ রয়েছে।
  • জুনিয়র অ্যাসিস্টেন্ট (অফিস): মোট ১০টি শূন্যপদ রয়েছে।
  • সিনিয়র অ্যাসিস্টেন্ট (অ্যাকাউন্টস): ১৩টি শূন্যপদ রয়েছে।
  • সিনিয়র অ্যাসিস্টেন্ট (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ): ১টি শূন্যপদ রয়েছে।

AAI Assistant Recruitment 2022 বয়সসীমা

আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ওবিসিদের ক্ষেত্রে ৩ বছর ও এসসি-এসটিদের ক্ষেত্রে বয়সসীমায় ৫ বছর অবধি ছাড় দেওয়া হয়েছে।

AAI Assistant Recruitment 2022 বেতন

  • জুনিয়র অ্যাসিস্টেন্ট (ফায়ার সার্ভিস): ন্যূনতম বেতন শুরু হচ্ছে ৩১ হাজার টাকা থেকে। এই পদে সর্বোচ্চ বেতন ৯২ হাজার টাকা।
  • জুনিয়র অ্যাসিস্টেন্ট (অফিস): এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৩১ হাজার থেকে ৯২ হাজার টাকা হবে।
  • সিনিয়র অ্যাসিস্টেন্ট (অ্যাকাউন্ট): এই পদে নিযুক্তদের বেতন ৩৬ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা অবধি বেতন হবে।
  • সিনিয়র আ্যাসিস্টেন্ট (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ): এই পদেও বেতন শুরু হচ্ছে ৩৬ হাজার টাকা থেকে। সর্বোচ্চ বেতন ১ লক্ষ ১০ হাজার টাকা।

কোথায় পোস্টিং: তামিলনা়ডু, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, কেরল, কর্নাটক, পণ্ডিচেরী ও লক্ষদ্বীপ।

[ad_2]

Leave a Reply