ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

তৃতীয় বিয়েও কি ভাঙতে চলছে অভিনেত্রী শ্রাবন্তীর

Actress Sravanti Is Going To Break The Third Marriage
তৃতীয় বিয়েও কি ভাঙতে চলছে অভিনেত্রী শ্রাবন্তীর

বেঙ্গলি পোর্টাল: সোশ্যাল মিডিয়ায় এখনও এই অভিনেত্রী চট্টোপাধ্যায় হয়ে উঠতে পারিনি, এখনও তিনি সিং। তিনটে ছবিও রয়েছে এই তারকা দম্পতির। ফেসবুক প্রোফাইলে যদিও তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে প্রোফাইল পিকচার এবং ডিপিতে দেখা যায় রোশন সিংয়ের সঙ্গে তাঁর বিয়ের ছবি। ইতি মধ্যেই টলিপাড়ায় শুরু হয়ে গিয়েছে জল্পনা, তৃতীয় বিয়েও নাকি ভাঙতে চলেছে তারকা অভিনেত্রীর?

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

অবশ্য এ বিষয়ে রোশন বা ঝিনুক- কেউই মুখ খোলেননি এ ব্যাপারে। তবে রোশনের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে কোথাও নেই শ্রাবন্তী। স্টেটাসে লেখা আছে ‘সিঙ্গল’। কোথাও একটা যেন ধোঁয়াশা থেকেই যাচ্ছে একই অবস্থা শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের প্রোফাইলেরও। মা শ্রাবন্তীর সঙ্গে ছবি রয়েছে। রোশনের সঙ্গে তোলা সমস্ত ছবিই ডিলিট করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: শাহরুখের জন্মদিনে অভিনব উদ্যোগ ফ্যান ক্লাবের

কৃষ্ণ ভি রাজের সঙ্গে বিয়ে ভাঙার সময়েও একটু একটু করে এভাবেই দূরত্ব তৈরি করেছিলেন এই মহান অভিনেত্রী। গত বছর ধুমধাম করে সিঁদুর খেলতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। সঙ্গে ছিলেন রোশন। সেই ছবির মধ্যে মাত্র দুটো রয়েছে।

এ বছরেও জন্মদিনের আগের দিন প্রচণ্ড আনন্দ আবেগ নিয়ে সংবাদ মাধ্যমকে শ্রাবন্তী জানিয়েছিলেন, “১৪ ই আগস্ট একদিনে জন্মদিন আমাদের। এত মিল বলেই ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছেন।” ১২ ই আগস্ট থেকে উদযাপনেও মেতেছিলেন এই তারকা দম্পতি। সে সবই আজ স্বপ্ন? নাকি সত্যি সেদিকে নজর থাকছে সকালের।

Leave a Reply