ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

শাহরুখের জন্মদিনে অভিনব উদ্যোগ ফ্যান ক্লাবের

Shahrukh Khan Fan Club Birthday Innovative Initiatives
শাহরুখের জন্মদিনে অভিনব উদ্যোগ ফ্যান ক্লাবের
Rate this post

বেঙ্গলি পোর্টাল: আরব সাগরের তীরে দাঁড়িয়ে সদ্য কুড়ি পেরোনো যুবক চিৎকার করে ঘোষণা করেছিলেন, একদিন গোটা বম্বে (বর্তমানে মুম্বই) শহরে রাজত্ব করবেন। সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন “দিওয়ানা”। দশকের পর দশক ধরে বাদশা হয়ে রাজত্ব করে চলেছেন বলিউড জগতে। পেয়েছেন রোম্যান্স কিংয়ের শ্রেষ্ঠ শিরোপা। করোনা আবহাওয়া কালে জীবনের পঞ্চান্নতম বছরে প্রবেশ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পরিবর্তিত পরিস্থিতিতে চেনা ভিড় দেখা না গেলেও ভারচুয়াল জগতে শুভেচ্ছায় বন্যা বয়ে গিয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শুধু শুভেচ্ছা নয় শাহরুখ খানের জন্মদিনে অভিনব উদ্যোগ নিয়েছে তাঁর প্রিয় ফ্যানক্লাব। প্রিয় তারকার ৫৫ তম জন্মদিনে ৫৫৫৫টি মাস্ক, ৫৫৫৫টি স্যানিটাইজার এবং একই পরিমাণ খাবারের সামগ্রী বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার পথে: কিন্তু কবে চালু হচ্ছে?

বাবার জন্মদিনে অতীতের স্মৃতিতে ফিরে গিয়েছেন শাহরুখকন্যা সুহানা (Suhana Khan)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাবার পুরনো ছবি। ছবিতে শাহরুখের পাশাপাশি রয়েছেন তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু সানায়া কাপুর।

শাহরুখ খানের সিনেমার সেরা মুহূর্তের কোলাজেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে অভিনেতার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

Leave a Reply