ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মোদী-চিনফিং তিন বার সাক্ষাৎ হতে চলেছে নভেম্বরেই

Modi And Chinfing Are Scheduled To Meet Three Times In November
মোদী-চিনফিং তিন বার সাক্ষাৎ হতে চলেছে নভেম্বরেই
Rate this post

বেঙ্গলি পোর্টাল: লাদাখ সংঘর্ষের পর পুনরায় ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন পূর্ব-লাদাখ অঞ্চলের প্রায় হাজার বর্গকিলোমিটার জায়গা বেহাত হওয়ার জোগাড়। গত ছ’মাস চিনের সেনাবাহিনী থাবা গেড়ে বসে রয়েছে সেখানে। এই মহাসঙ্কটের সময় নভেম্বর মাসে বার তিনেক মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি চিনফিং-এর। সূত্রের খবর তিন বারই সাক্ষাৎ হবে ভিডিয়োয়।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

চলতি মাসে অর্থাৎ নভেম্বরেই পাঁচটি আন্তর্জাতিক বহুপাক্ষিক সম্মেলন হতে চলেছে। যার মধ্যে তিনটিতে উপস্থিত থাকার কথা জানা গিয়েছে ভারত এবং চিনের রাষ্ট্রপ্রধানের। কূটনৈতিক শিবিরের মতে, বর্তমান পরিস্থিতিতে এই বহুপাক্ষিক বৈঠকগুলি ভারত-চিন দ্বিপাক্ষিক বৈঠকের ছায়ায় রাহুগ্রস্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট। কারণ গালোয়ান উপত্যকায় রক্তপাতের পর এই প্রথম মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে মোদী এবং চিনফিং-এর। গোটা অঞ্চলের তো বটেই আমেরিকা-সহ পশ্চিম বিশ্বেরও বিভিন্ন দেশের নজরের কেন্দ্রবিন্দুতে চলে আসবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: রাজ্যে বিনামূল্যে রেশন ব্যবস্থার সময়সীমা বাড়ানোর আবেদন

রাশিয়ার আয়োজনে এসসিও গোষ্ঠীভুক্ত রাষ্ট্রনেতাদর বৈঠক হতে চলেছে ১০ নভেম্বর। এরপর ১৭ নভেম্বর ব্রিকস গোষ্ঠীর নেতাদের বৈঠক জানা গিয়েছে।সূত্রের খবর, ২২ এবং ২৩ নভেম্বর জি-২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সম্মেলন হওয়ার সম্ভাবনা আছে জানানো হয়েছে। এই তিনটি বহুপাক্ষিক বৈঠকেই হাজির থাকার কথা মোদী এবং চিনফিং-র। এ ছাড়া ১৩ নভেম্বর রয়েছে এসসিও-ভারত সম্মেলন। এসসিও-র হেড অব কাউন্সিলের বৈঠক হওয়ার কথা চলতি মাসের শেষে।

এর আগে পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বৈঠক হত দ্বিপাক্ষিক স্তরে। অনেক জট ছাড়ানোর মঞ্চ হিসেবে রাষ্ট্রনেতারা তৃতীয় দেশে আয়োজিত বহুপাক্ষিক বৈঠকগুলিকে কাজে লাগাতেন। কিন্তু অতিমারির কারণে এই বছর যাবতীয় বৈঠক হচ্ছে ভিডিয়ো মাধ্যমে। ফলে আলাদা করে দু দেশের নেতার মধ্যে কোনও বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে একই মাসে তিন বার মোদী-চিনফিং-এর মুখোমুখি হওয়ার মতো ঘটনা ঘটলে, সীমান্ত নিয়ে চলতি আলোচনায় তার প্রভাব পড়ে কি না সে বিষয়ে নজর রাখছেন কূটনীতিবিদরা।

Leave a Reply