ভারতীয় ফুটবলের অন্যতম বিশেষ লিগ হলো ইন্ডিয়ান সুপার লিগ। ভারতীয় ক্রিকেট দলের ক্ষেত্রে যেমন আইপিএলে অনেক নতুন মুখ উপহার দেয় ভারতীয় ক্রিকেট দলকে, তেমনি ইন্ডিয়ান সুপার লিগ ভারতীয় ফুটবলকে উপহার দেয় অনেক নতুন প্রতিভাকে। খেলাধুলায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে, হিরো আইএসএল একটি উচ্চ মানের লীগ হিসাবে অবস্থান করছে যা ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করবে।আর মাত্র কয়েক মাস পরেই শুরু হতে চলেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা। ইতিমধ্যেই দল বদলের পালা শুরু হয়ে গিয়েছে। সব দলই নিজেদের পুরোনো হতাশা ভুলে নতুন ভাবে নিজেদের সংসার গুছিয়ে নিতে প্রস্তুত। গত বছর আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সবচেয়ে সেরা দল গড়তে কোনও খামতি রাখতে চাইছে না।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংসকে চূড়ান্ত করে ভারতীয় দলবদলের বাজারে শোরগোল ফেলে দিয়েছেন গতবারের চ্যাম্পিয়নরা।তবে এখানেই থেমে থাকতে চায়না মোহনবাগান। শোনা যাচ্ছে যে ডেপোর্টিভো ডি লা করুণা দলের রাইট উইঙ্গার অ্যালবার্তো কুইলস পিওসাকে নিতে পারে মোহনবাগান। অ্যালবার্তোর সাথে মেরিনার্সদের কথাও এগিয়েছে বেশকিছুটা। তবে জনি কাউকোর চোট বেশ সমস্যায় রেখেছে বাগান শিবিরকে। আর সেই যায়গা পুরন করতেই এই স্প্যানিশ ফুটবলারকে চাইছে মোহনবাগান।২৮ বছর বয়সী এই উইঙ্গার ফরোয়ার্ড পজিশনেও খেলতে পারেন। ডেপোর্টিভো ডিই লা করুনা ছাড়াও সেল্টা ভিগো বি, কোর্ডোবা সিএফ, হুয়েলভা ইত্যাদি বিভিন্ন স্প্যানিশ ক্লাবে খেলেছেন অ্যালবার্তো পিওসা। গত মরশুমে অ্যালবার্তো কুইলেস ৩৪ ম্যাচে গোল করেছেন ১৬টি এর পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৫ টি।দল বদলের বাজারে মোহনবাগান তাদের বেশ কিছু পুরনো ফুটবলারকে ধরে রেখেছে। বিদেশি ফুটবলারদের পাশাপাশি কিছু ভারতের বেশ কয়েক জন প্লেয়ারকে দলে নেওয়ার চিন্তাভাবনা চলছে। কথাবার্তা চলছে অনিরুদ্ধ থাপার সঙ্গে। ইতিমধ্যেই সই করেছেন স্টপার আনোয়ার।
তবে পিওসাকে নিতে পারলে দল যে আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখেনা।অন্যদিকে বাগানের প্রাক্তন কোচ অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস নতুন দায়িত্ব নিয়ে ফের মোহনবাগানের সঙ্গে যুক্ত হতে চলেছেন। তবে এবার কোচ নয় টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।