ফের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এজলাস থেকেই গ্রেফতার করা হল তাঁকে। হাইকোর্টে চাকরি দেওয়ার নাম করে এক প্রার্থীর থেকে নাকি দেড় লাখ টাকা চেয়েছিলেন স্বপন জানা নামে এক গ্রুপ ডি কর্মী।
অভিযোগ, সেই টাকার মধ্যে ৭০ লাখ টাকা অনলাইনে নেন স্বপন। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত গ্রুপ ডি কর্মী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দেন। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় স্বপন জানাকে গ্রেফতারের নির্দেশ দেন।