জামিন পেতে ইডিরই প্রাক্তন আইনজীবীর দ্বারস্থ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির প্রাক্তন আইনজীবী সামসুদ্দিন ইতিমধ্যেই পার্থর জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করেন। আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকছেন।
২০১৪-২০১৮ সালে ইডির আইনজীবী পদে ছিলেন সামসুদ্দিন। সুপ্রিম কোর্ট, হাইকোর্টসহ বিভিন্ন আদালতে সওয়াল করেছেন। তাই ইডির তদন্তের ধরন সম্পর্কে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি ভবিষ্যতে পার্থকে নিয়ে কী ভাবছে, তাঁকে কোন পথে চাপে রাখতে পারে সেই সম্পর্কেই একটা ইঙ্গিত দিতে পারেন আইনজীবী।