ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ঠাকুরনগর রেলগেট এলাকায় কারখানার নোংরা জল প্রবেশ করছে আশেপাশের বাড়িগুলিতে।ঘটনায় ক্ষুব্ধ হয়ে কারখানায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
এলাকায় একটি মদ ও কুরকুরে তৈরির কারখানা রয়েছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই কারখানার নোংরা জল এলাকার বাড়িগুলিতে প্রবেশ করছে।যার জেরে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন তারা।এদিকে কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে কারখানার একটি বড় দেওয়াল ভেঙে রাস্তায় পড়ে যায়।এরপর ওই এলাকায় ছড়িয়ে পড়ে কারখানার নোংরা জল।বেশকিছুদিন আগে গবাদি পশু এবং পরিযায়ী পাখি সেই জল পান করে তারপর থেকেই শুরু হয় সমস্যা এবং অসুবিধা।