ডেঙ্গুকে নিয়ে সতর্কতার পাশাপাশি ছটি ই রিক্সা নিয়ে প্রচারে নামল শিলিগুড়ি পুরনিগম। আজ সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।
উপস্থিত ছিলেন শালিনী ডালমিয়া এবং শিলিগুড়ির অন্যান্য কাউন্সিলার এবং এম এম আইসিরা। আজ ডেপুটি মেয়র জানান ডেঙ্গু নিয়ে আমাদের আতঙ্ক প্রতিবারই থাকে।আজ সেই সাবধানতা অবলম্বনের সূচনা হল।
আজ যে ছটি ই রিষ্কার সূচনা করল শিলিগুড়ি পুরনিগম তাতে দায়িত্ব অনেক বেড়ে গেল শিলিগুড়ির মানুষের। এই ই রিষ্কাগুলি শিলিগুড়ির চারিদিকে ঘুরবে এবং ডেঙ্গুকে নিয়ে সতর্কতা প্রচার করবে। আশা করছি এবারে শিলিগুড়ির মানুষও সতর্ক থাকবে ডেঙ্গকে নিয়ে।আর যাতে আগের মত পরিস্থিতি তৈরী না হয়। এই ছটি ই রিক্সা সম্প্রচারের পাশাপাশি ডেঙ্গুর সাবধানতা নিয়ে লিফলেট বিলি করবে সাধারন মানুষের মধ্যে।