ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

AAI Recruitment 2022: এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ায় কর্মী নিয়োগ এখনই আবেদন করুন

AAI Recruitment 2022
AAI Recruitment 2022

AAI Recruitment 2022: য়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়া AAI Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। AAI Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

AAI Recruitment 2022: এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ায় কর্মী নিয়োগ এখনই আবেদন করুন

আকাশে ওড়ার স্বপ্ন কে না দেখে? আর সেই স্বপ্নই যদি কর্মক্ষেত্র হয়ে ওঠে, তাহলে তো সোনায় সোহাগা। আপনিও যদি বিমানবন্দরে চাকরি করার স্বপ্ন দেখেন, তবে আপনার জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ায় শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। মোট ৪০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই মন্দার বাজারে ভাল বেতনও দিচ্ছে এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়া।

এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, জুনিয়র এক্সেকিউটিভ পদে মোট ৪০০ জনকে নিয়োগ করা করা হবে। মূলত এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাজই করতে হবে এই পদে কর্মরতদের। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এয়ারপোর্ট অথারিটির অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.aai.aero – এ গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগ

আরও পড়ুন: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে হেড কনস্টেবল নিয়োগ

শূন্যপদের সংখ্যা:

এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ৪০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। এরমধ্যে সাধারণ শ্রেণির জন্য ১৬৩টি আসন বরাদ্দ করা রয়েছে। এছাড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ৪০টি পদ, ওবিসি গোষ্ঠীর জন্য ১০৮টি পদ, জনজাতির জন্য ৫৯টি ও উপজাতির জন্য ৩০টি পদ সংরক্ষিত রয়েছে। শারীরিকভাবে অক্ষমদের জন্যও ৪টি শূন্যপদ সংরক্ষিত করা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

জুনিয়র এক্সেকিউটিভ পদে আবেদনের জন্য আবেদনকারীদের ন্যূনতম স্নাতক হতে হবে। এক্ষেত্রে ফিজিক্স, অঙ্কে স্নাতক হওয়া বাধ্যতামূলক। এছাড়া যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, তারাও এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বয়সসীমা:

১৪ জুলাই ২০২২-র হিসাব অনুযায়ী আবেদনকারীর সর্বাধিক বয়স ২৭ বছর অবধি হতে পারে। তবে জনজাতি, উপজাতির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমার উপরে ছাড় দেওয়া হয়েছে।

বেতন:

জুনিয়র এক্সেকিউটিভ পদে যারা চাকরি পাবেন, তাদের ন্যূনতম বেতন ৪০ হাজার টাকা হবে। সর্বাধিক ১ লক্ষ ৪০ হাজার টাকা অবধি বেতন হতে পারে।

নির্বাচন পদ্ধতি:

এই শূন্যপদে নিয়োগের জন্য অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। যারা এই পরীক্ষায় সফল হবে, তাদেক তথ্য ভেরিফিকেশন ও ভয়েস টেস্টের জন্য ডাকা হবে।

কীভাবে আবেদন করবেন?

এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার অধীনে জুনিয়র এক্সেকিউটিভ পদে আবেদনের জন্য প্রথমেই www.aai.aero- ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশন বেছে নিতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি ফিল আপ করে অনলাইনে আবেদন জানাতে হবে।

আবেদন ফি:

এই পদে  আবেদনের জন্য ১হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও মহিলা প্রার্থীদের মাত্র ৮১ টাকা দিতে হবে আবেদন ফি বাবদ।

আবেদনের তারিখ:

আগামী ১৫ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই ২০২২।

Important Link

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

আরও পড়ুন:

Leave a Reply