ITBP Head Constable Recruitment 2022: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ITBP Head Constable Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। ITBP Head Constable Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
ITBP Head Constable Recruitment 2022: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে হেড কনস্টেবল নিয়োগ এখনই আবেদন করুন
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের তরফে ITBP Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সর্বমোট 248 টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ করা হবে।
ITBP Head Constable Recruitment 2022 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। আপনাদের জন্য নীচে ITBP Head Constable Apply Link দেওয়া হলো।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগ
Indo-Tibetan Border Police Recruitment 2022 -এ ভারববর্ষে নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করা যাবে।
ITBP HCM Recruitment 2022 -আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম:
হেড কনস্টেবল
মোট শূন্যপদ:
এখানে সবমিলিয়ে মোট 248 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন:
25,500-81,100/- টাকা
আবেদনের তারিখ:
আবেদন শুরু: 08/06/2022
আবেদন শেষ: 07/07/2022
বয়সসীমা:
উক্ত পদগুলোতে আবেদনের জন্য 01/01/2022 অনুযায়ী 18 বছর থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আবশ্যিক যোগ্যতা:
- উক্ত পদগুলোতে আবেদনের জন্য সরকার স্বকৃীত যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
- ইংরেজি এবং হিন্দি টাইপিং স্পিড থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ দেখুন।
আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশে জেলা আদালতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ বিস্তারিত জানুন
নিয়োগ পদ্ধতি:
শারিরীক মাপযোগ, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ইত্যাদির মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:
উক্ত পদে আবেদনের জন্য 100/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এসসি, এসটি এবং মহিলাদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি:
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 07/07/2022
Important Link
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আবেদন লিংক | Click Here |
আরও পড়ুন:
- গরমে ঘামাচি দূর করার সহজ ও বিশেষ উপায় গুলি
- ত্বকের জেল্লা বা উজ্বলতা বাড়ান ঘরোয়া পদ্ধতিতে
- শরীর সুস্থ রাখতে গুরুতপূর্ণ শারীরিক টেস্ট ও তার প্রয়ােজনীয়তা
- সুস্থ ও রোগ মুক্ত থাকতে খান ফাইবারযুক্ত খাবার দেখে নিন তালিকা
- সুস্থ ও রোগ মুক্ত থাকতে খান অর্গানিক খাবার – দেখে নিন অর্গানিক খাবার তালিকা
- সুস্থ ও রোগ মুক্ত থাকতে খাবার খান কলা পাতায় – জানুন কলা পাতায় খাওয়ার গুনাগুন