Bengaliportal: ১০ জুন ফল বেরোবে উচ্চ মাধ্যমিকের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, শুক্রবার সকাল ১১ টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃতি ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করবেন, সংসদ সভাপতি, চিরঞ্জীব ভট্টাচার্য্য। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ শুরু হলেও তখন অন্যান্য ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পাবে না।
বেলা ১২ টা থেকে ফলাফল দেখতে পাবেন পড়ুয়া ও অভিভাবকেরা। ফলফলের জন্য প্রয়োজন পড়বে শুধু রোল নম্বর।পূর্ববর্তী ঘোষণায় বলা হয়েছিল, শুক্রবার সকাল সাড়ে ১১ টা থেকে জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। কিন্তু সময় পরিবর্তিত হয়ে তা হলো ১২ টা।
আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশে জেলা আদালতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগ
শুক্রবার ফল প্রকাশিত হলেও ওইদিন ছাত্রছাত্রীরা মার্কশিট পাবে না। স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে ২০ জুন।২০২২ এ ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ এপ্রিল। ৪৪ দিনের মাথায় এবার ফল প্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার।