TCS MBA Recruitment 2022: Tata Consultancy Services (TCS) TCS MBA Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। TCS MBA Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
TCS MBA Recruitment 2022: টিসিএস দেশজুড়ে 40000 পদে কর্মী নিয়োগ করবে বিস্তারিত জানুন
সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (Tata Consultancy Services) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এমবিএ বা গ্র্যাজুয়েট ডিগ্রি প্রাপ্ত ফ্রেশারদের নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
TCS MBA Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
TCS MBA Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
টাটা কনসালটেন্সি সার্ভিসেসের তরফে ইতিমধ্যেই ২৮,২৩৮ জন তরুণ ফ্রেশার কর্মীকে নিয়োগ করা হয়েছে। তারা এও জানিয়েছে যে ২০২২ আর্থিক বর্ষে তারা ১ লক্ষেরও বেশি কর্মীদের নিয়োগ করেছিল। এবারে ২০২৩ আর্থিক বর্ষে তারা ৪০,০০০ কর্মী নিয়োগ করতে বদ্ধপরিকর হয়েছে।বর্তমানে কোম্পানিতে প্রায় ৫৯২,১৯৫ জন কর্মী রয়েছেন যাদের মধ্যে ২০০,০০০ জন মহিলা কর্মীও রয়েছেন।
আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশে জেলা আদালতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগ
TCS MBA Recruitment 2022: টিসিএস দেশজুড়ে 40000 পদে কর্মী নিয়োগ করবে বিস্তারিত জানুন
পদের নাম: | বিশদ দেখুন |
শূন্যপদের সংখ্যা: | ৪০,০০০ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | চুক্তি ভিত্তিক |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | বিশদ দেখুন |
TCS MBA Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অপারেশন সাপ্লাই ম্যানেজমেন্ট চেইন/ ইনফরমেশন টেকনোলজি/ জেনারেল ম্যানেজমেন্ট/ বিজনেস অ্যানালিটিক্স/ প্রজেক্ট ম্যানেজমেন্টে দুই বছরের ফুলটাইম মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ (এমএমএস)/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালিটিকস (পিজিডিবিএ)/ মার্কেটিং বা ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (পিজিডিএম) ডিগ্রি থাকতে হবে।তবে এমবিএ ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের বি.টেক ডিগ্রিও থাকতে হবে।২০২০, ২০২১, এবং ২০২২ শিক্ষাবর্ষের প্রার্থীরাই শুধুমাত্র আবেদনের যোগ্য।নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের কোনও ব্যাকলগ থাকা চলবে না।নিয়মিত শিক্ষাবর্ষে ২ বছরের বেশি ব্যবধান থাকা কাম্য নয়।
TCS MBA Recruitment 2022: বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর বয়সী হতে হবে এবং সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
TCS MBA Recruitment 2022: আবেদন পদ্ধতি
- টিসিএস-এর নেক্সট স্টেপ পোর্টালে লগ ইন করতে হবে।
- টিসিএস এমবিএ হায়ারিং-এ ক্লিক করে আবেদন করতে হবে।
- রেজিস্টারড ইউজার হলে আবেদন সাবমিট করে অ্যাপ্লাই ফর ড্রাইভে ক্লিক করতে হবে।
- নতুন ইউজার হলে রেজিস্টার নাউ, তার পর আইটি ক্যাটাগরি সিলেক্ট করে আবেদন সাবমিট করে অ্যাপ্লাই ফর ড্রাইভে ক্লিক করতে হবে
- পরীক্ষা রিমোট মোডে দিতে চাইলে রিমোট অপশন এবং তার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে।
- আবেদন ঠিকঠাক হয়েছে কি না যাচিয়ে নিতে ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে, সব ঠিক থাকলে অ্যাপ্লায়েড ফর ড্রাইভ দেখাবে।
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |