ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

অমিত শাহর জয় শ্রীরাম কে পালটা চ্যালেঞ্জ অভিষেকের

অমিত শাহর জয় শ্রীরাম কে পালটা চ্যালেঞ্জ অভিষেকের
অমিত শাহর জয় শ্রীরাম কে পালটা চ্যালেঞ্জ অভিষেকের

Bengaliportal: জয় শ্রীরাম’ বনাম ‘জয় সিয়ারাম’। বিধানসভা ভোটের আগে স্লোগান যুদ্ধে তপ্ত বাংলা। চলতি সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারের সভা থেকে শ্লেষের সুরে বলেছিলেন, ”ভোট শেষের পর জয় শ্রীরাম ধ্বনি দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও।” তার জবাবে শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি থেকে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পালটা হুঙ্কার দিলেন, ”বিজেপি নেতাদের জয় সিয়ারাম বলিয়ে ছাড়ব।” প্রসঙ্গত, বারবারই ‘জয় শ্রীরাম’ নিয়ে আপত্তি তোলার অস্ত্র হিসেবে তৃণমূল নেতৃত্ব এগিয়ে রেখেছে ‘জয় সিয়ারাম’ ধ্বনিকে। এবার অভিষেক সরাসরি সেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। ফলে স্লোগান নিয়ে এই চর্চা ভোট পরবর্তী বঙ্গ রাজনীতিরও একটা অঙ্গ হয়ে রয়ে যাবে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

ভোটের আগে এখন লাগাতার প্রচারে ভোল্টেজ বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রচারের লাইমলাইটে তৃণমূল এবং বিজেপি। কেউ কোথাও প্রচারসভা করলে ২৪ ঘণ্টার মধ্যে পালটা মাঠে নেমে পড়ছে যুযুধান প্রতিপক্ষ। সেভাবেই শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভা কেন্দ্রে জনসভা এবং রোড শো’র জোড়া কর্মসূচি সারলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলপির জনসভা থেকেই তিনি নতুন করে স্লোগান অস্ত্রে শান দিলেন। বললেন, ”বিজেপি নেতারা বলেন, জয় শ্রীরাম। আমরা বলি, জয় সিয়ারাম। অর্থাৎ সীতা আর রাম। আগেই আসে নারীর নাম। বিজেপি নেতারা এই উচ্চারণ করেন না। কারণ, তাঁরা নারীদের সম্মান দিতে জানেন না। কিন্তু চ্যালেঞ্জ করছি, ভোটের পর ওঁদের ‘জয় সিয়ারাম’ বলিয়ে ছাড়ব।”

Leave a Reply