ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এক মাসেরও কম সময়ে রাম মন্দির তহবিলে জমা পড়েছে দেড় হাজার কোটি টাকারও বেশি জানাল ট্রাস্ট

এক মাসেরও কম সময়ে রাম মন্দির তহবিলে জমা পড়েছে দেড় হাজার কোটি টাকারও বেশি জানাল ট্রাস্ট
এক মাসেরও কম সময়ে রাম মন্দির তহবিলে জমা পড়েছে দেড় হাজার কোটি টাকারও বেশি জানাল ট্রাস্ট
Rate this post

Bengaliportal: করোনা আবহেও জোরকদমে চলছে রাম মন্দির নির্মাণের কাছ। দেশজুড়ে ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট। তারা জানিয়েছে এপর্যন্ত ১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি জমা পড়েছে তহবিলে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

সংবাদমাধ্যমের সামনে রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দদেব গিরি বলেন, “অযোধ্যায় সুবৃহৎ ও জমকালো রাম মন্দির তৈরির জন্য গোটা দেশ থেকে অনুদান আসছে। চাঁদা তোলার জন্য দেশজুড়ে ৪ লক্ষ গ্রাম ও ১১ কোটি পরিবারের কাছে পৌঁছানোর লক্ষ্য আমাদের। গত জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে আমরা মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহ শুরু করেছি। ফেব্রুয়ারি ২৭ তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। আমি সুরাটে অনুদান সংগ্রহ করতে এসেছি। আমরা মানুষের কাছে থেকে বিপুল সাড়া পাচ্ছি। প্রায় ৪৯২ বছর পর ধর্মের জন্য কিছু করার সুযোগ পেয়েছে মানুষ।”

উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য দেশজুড়ে অর্থ সংগ্রহে নেমেছেন বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। ন্যূনতম ১০ টাকা থেকে লক্ষ লক্ষ টাকা জমা পড়ছে এই সংক্রান্ত তহবিলে। এই কর্মসূচি সফল করার জন্য লাগাতার প্রচার করা হচ্ছে। কিন্তু অনুদান সংগ্রহ নিয়ে প্রতারণা ও হিংসার খবরও সামনে এসেছে। কয়েকদিন আগেই ভুয়ো সংগঠন তৈরি করে মানুষকে ভুল বুঝিয়ে রাম মন্দির তৈরির টাকা তোলার অভিযোগ ওঠে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিত জেলায়।

Leave a Reply