ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

থ্রিলারধর্মী ছবি ‘মৃগয়া’-র শুটিংয়ে অঙ্কুশ যাচ্ছেন তালসারিতে সঙ্গে দর্শনা

Ankush Goes To Talsari With Darshana For Shooting Of Thriller Mrigaya
থ্রিলারধর্মী ছবি ‘মৃগয়া’-র শুটিংয়ে অঙ্কুশ যাচ্ছেন তালসারিতে সঙ্গে দর্শনা
Rate this post

বেঙ্গলি পোর্টাল: চলতি বছরের ১৯ নভেম্বর মৃগয়ায় যাচ্ছেন অঙ্কুশ। তাঁর এই নতুন অভিযানে নেই ঐন্দ্রিলা। সঙ্গে আছেন দর্শনা বণিক। ওড়িশার তালসারিতে জমে উঠবে দুজনের প্রেম! সংবাদমাধ্যমের কাছে এই রহস্যই ফাঁস করলেন অঙ্কুশ নিজেই। তিনি বললেন, থ্রিলারধর্মী ছবি ‘মৃগয়া’ যেখানে দর্শনা আমার নায়িকা। কয়েকজন ছেলেমেয়ে এই ছবিতে বেড়াতে গিয়ে হারিয়ে যায়। তাঁদের খোঁজার দায়িত্ব পড়ে আমার উপর। আমি এই ছবিতে আমি রয়েছি একজন টাস্ক ফোর্স অফিসারের চরিত্রে।”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মৃগয়া-Mrigayaa
মৃগয়া-Mrigayaa

চলতি বছরের ১৯ নভেম্বর থেকে ছবির শ্যুট শুরু হতে চলেছে। এই হারিয়ে যাওয়া মানুষের খোঁজার গল্পে রয়েছে ভাবনার চমক। ছবি এই ক্ষেত্রে দু’পর্যায়ে বিভক্ত। অঙ্কুশ বললেন, “ছবির গল্প লেখার সময় ছবিকে দুটো অধ্যায়ে ভাগ করে নেওয়া হয়েছে। ছবির প্রথম অংশ রিলিজের বেশ কিছু দিন পরে আবার দ্বিতীয় ভাগ রিলিজ করা হবে।” পরিচালক শৌভিক ভট্টাচার্যের মতে এই ছবি দর্শকদের মন কাড়বে।

আরও পড়ুন: শুভশ্রীর জন্মদিনে তারকাবৃন্দের শুভেচ্ছা

Leave a Reply