ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

জগদীশ বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের আবেদন চলছে

জগদীশ বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের আবেদন চলছে
জগদীশ বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের আবেদন চলছে

জগদীশ বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপএই স্কলারশিপটি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন‍্য। জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ ক্লাব হল রাজ্য সরকারের একটি সংস্থা। প্রতি বছর ডিসেম্বর মাসে এই সংস্থার পক্ষ থেকে একটি পরীক্ষার আযোজন করা হয়।

যে সব ছাত্র বা ছাত্রীরা Science Steam এ Higher Secondary বা সমমানের পরীক্ষা পাস করেছে এবং Basic Science (Honours) , / BS-MS / Medicine / Engineering এ পড়াশোনা করতে চান তারা আবেদন করতে পারবে।2023 সালের আগে যারা Higher Secondary পাস করেছিলে তার আবেদন করতে পারবে না। B.Sc. Pass course/ Diploma course/ B.Sc. Nursing এ যারা Admission নিয়েছো তারা আবেদন করতে পারবে না।আবেদনকারীর Final Selection এর পূর্বে অবশ্যই তাদের 1st year UG (Science (Hons.) / BS-MS / Engineering / Medicine) course এর Admission এর Proof জমা দিতে হবে।আবেদনকারীকে অবশ্যই তাদের UG Degree পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ করতে হবে।Senior Bigyani Kanya Medha Britti শুধুমাত্র সেই সব ছাত্রীদের জন্য যারা 2023সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে।

মূলত তিনটি পর্যায়ে সম্পূর্ণ হবে এই Scholarship এর Selection Process, নিম্নে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

Written Test;

JBNSTS Scholarship Test সাধারণত August মাসে রাজ্যের বিভিন্ন Exam Centre এ গ্রহণ করা হয়ে থাকে। দুই ঘণ্টার এই পরীক্ষাতে Mathematical Science, Biological Science এবং Physical Science সম্মিলিত প্রশ্নই থাকে যার পূর্ণমান 90 নম্বর। মনে রাখবে কোন রকমের Negative Marking নেই।

Interview:-

Short Listed Candidate দের Interview এর জন্য ডাকা হবে । এ সম্বন্ধে বিস্তারিত তথ্য সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। Interview এর জন্য আবেদনকারীদের সঙ্গে আনতে হবে আবেদনকারীর Education Qualification সম্বন্ধিত সমস্ত Details।

Creativity Test:-

এই অন্তিম পর্যায় Interview এ পাস করা আবেদনকারীদের Creativity Test নেওয়া হবে এবং পাস করা আবেদনকারীরা পরবর্তীকালে এই Scholarship টি পাবে।

শিক্ষার্থী যেই Course এ পাঠরত অবস্থায় Scholarship এর জন্য আবেদন করেছে সেই Course সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিমাসে 4000 টাকা পাবে এবং সঙ্গে Book Grant হিসাবে 5000 টাকা বার্ষিক পাবে। DST-INSPIRE Scholarship এর অন্তর্গত Scholar রা 5000 টাকা করে পাবে প্রতি মাসে। তাছাড়া Top 10 স্থান অধিকারী ছাত্রছাত্রীরা Laptop পাবে।

আবেদন পদ্ধতি: এই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করুন :: https://jbnsts.ac.in/jbexam/STST2023/registrationmain.php

আবেদনের শেষ তারিখ:31.07.2023

Leave a Reply