Bengaliportal: ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে ১৮৩ জন জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ড্যান্ট , অ্যাটেন্ড্যান্ট , মার্কেটিং রিপ্রেজেনটেটিভ ও লোকো অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করা হবে ( NFL recruitment 2021 ) । বিজ্ঞপ্তি নম্বর : ০৩/২০২১ ।
যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেগুলি হল- প্রোডাকশন , মেকানিক্যাল , ইলেক্ট্রিক্যাল , ইনস্ট্রুমেন্টেশন , ট্রান্সপোর্টেশন , মার্কেটিং ।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
বেতনক্রম : জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ২৩০০০-৫৬৫০০ টাকা, অ্যাটেন্ড্যান্ড ও লোকো অ্যাটেন্ড্যান্ট পদে ২১৫০০-৫২০০০ টাকা এবং মার্কেটিং রিপ্রেজেনটেটিভ পদে ২৪০০০-৬৭০০০ টাকা।
বয়সসীমা:- ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণির প্রার্থরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন ।
আবেদনের পদ্ধতি:- www.nationalfertilizers.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে । বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে । অনলাইন আবেদন করা যাবে ১০ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৫.৩০ পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা:- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে ।