পশ্চিমবঙ্গে ফের চালু হতে চলেছে নতুন একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। আলিপুরদুয়ারে তৈরি হওয়া এই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এই শিক্ষাবর্ষ (২০২৩-২৪) থেকেই শুরু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন থেকে ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে কলেজটি।
রাজ্যে এই প্রথম কোনও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এবছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিক স্তরে নতুন দুটি বিষয় সংযোজন করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স। নতুন এই ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসন সংখ্যা ১৮০টি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং এ মোট আসন বরাদ্দ করা হয়েছে ৩০টি। এর পাশাপাশি এই কলেজে পড়ানো হবে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং।
সূত্রে খবর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টিকে তারা বিশেষ গুরুত্ব সহকারে পরিচালনা করবেন। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির যুগে এই নতুন কোর্সটি পড়ুয়দের চাকরিক্ষেত্রে অনেকটাই এগিয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। প্রযুক্তিবিদরা জানাচ্ছেন আগামী পাঁচ বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিং লার্নিং স্পেশ্যালিস্টদের চাহিদা দ্রুত হারে বাড়বে।