প্রয়াত ‘অ্যাভেঞ্জার্স’-খ্যাত জেরেমি রেন্নার! সামাজিক পাতা তোলপাড়। খবর, ভয়াবহ লিফট দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে তাঁর!দু’বার অস্কার মনোনয়ন পাওয়া অভিনেতার ছবি দিয়ে শোকবার্তা ছড়িয়ে পড়তে থাকে। তাতে বড় বড় করে লেখা, ‘বিদায় জেরেমি!’ শোকে ভেঙে পড়ে হলিউড। জনৈক অভিনেতা এরপরেই সামাজিক পাতায় লেখেন, ‘তিনি আমার অনুপ্রেরণা ছিলেন। ওঁর মতো ভাল মানুষ খুব কম দেখেছি। যেখানেই থাকুন, শান্তিতে থাকুন।’
অভিনেতার মৃত্যুর খবরে নেটপাড়ায় তুমুল শোরগোলের মাঝেই এক নেট ব্যবহারকারী জানান, খবরটি সম্পূর্ণ ভুয়ো। অভিনেতা বহাল তবিয়তে বেঁচে। গুগলে খুঁজলেই সেই তথ্য পাওয়া যাচ্ছে। মৃত্যুর মিথ্যে খবর ছড়ানোর জন্য তিনি দায়ী করেন বাকি নেট ব্যবহারকারীদের। এও জানান, সামাজিক মাধ্যমের এই ভূমিকায় তিনি ক্ষুব্ধ।
প্রকৃত ঘটনা হলো,চলতি বছরের শুরুতে স্কেটিং করতে গিয়ে বিরাট দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন জেরেমি। ৩০টি হাড় ভেঙে গিয়েছিল। বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন থাকার সময়ে তিনি একটি নিজস্বী তুলেছিলেন। সেই ছবিতে তাঁর নাকে নল। হাসপাতালের বিছানায় শুয়ে। গোটা মুখ রক্তাক্ত। আঘাতে ক্ষতবিক্ষত। জেরেমির সেই ছবিই নতুন করে ছড়ানোয় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
অবশেষে অভিনেতা নিজেই মুখ খুলেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভালুকের ছবি দিয়েছেন তিনি। বিবরণীতে লিখেছেন, ৪ জুলাইয়ের প্রস্তুতি চলছে! জেরেমি সাড়া দিতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন তাঁর শোকস্তব্ধ ভক্তরা।