ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সিনেমা ও ওটিটির দর্শক বোঝার মাঝে বিস্তর ফারাক’, বললেন মনোজ

সিনেমা ও ওটিটির দর্শক বোঝার মাঝে বিস্তর ফারাক', বললেন মনোজ
সিনেমা ও ওটিটির দর্শক বোঝার মাঝে বিস্তর ফারাক', বললেন মনোজ

একের পর এক ওটিটিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর প্রতিটি কাজই দর্শকের মনে রাতারাতি জায়গা করে নিচ্ছে। সিনেমা ও ওটিটির মধ্যে এক ফারাক লক্ষ্য করলেন অভিনেতা। একটা সিনেমা ঠিক কতজন দেখছেন, কটা টিকিট বিক্রি হয়েছে তা থেকে যেমন খুব সহজেই হিসেব করে নেওয়া যায়, ওটিটিতে কিন্তু সেটা সম্ভব নয়।

কারণ একটি ভিউকে একটি ভিউ হিসেবে কাউন্ট করা হয় এক্ষেত্রে। অথচ একটি সিরিজ একসঙ্গে একাধিক ব্যক্তি ‌দেখতে পারেন। মনোজ বাজপেয়ীর কথায়, অনেকেই তাঁকে বলছেন গুলমোহর কেউ পরিবারের সঙ্গে দেখছে, কেউ বন্ধুরা মিলে দেখছেন।

একসঙ্গে যদি একটি মাধ্যমে ১০ জন একটি ওটিটি সিরিজ দেখেন, তাহলে সেটি মাত্র একটি ভিউ হিসেবেই কাউন্ট করা হয়। যার ফলে কোনও সিরিজের ভিউ যদি ১০ মিলিয়ন বা ১০ লাখ ঘোষণা করা হয়, তবে তার সঠিক ভিউ নূন্যতম এর দ্বিগুণ তো বটেই। সম্প্রতি ওটিটি ভিউ নিয়ে এমনই মন্তব্য করলেন মনোজ বাজপেয়ী। একটি সিনেমার ক্ষেত্রে একটি শো চলাকালীন কয়টি টিকিট বিক্রি হয়েছে, তা স্পষ্ট করে দেয় সঠিক কতজন দেখেছেন বা দর্শক ছিলেন।

ওটিটির ক্ষেত্রে একবার সম্প্রসারিত হওয়া মানে একটি ভিউ হিসেবে কাউন্ট হওয়াটাই নিয়ম। যার ফলে কোনও ক্ষেত্রে ভিউ যদি ১০ আসে তাহলে হতে পারে এই এক একটি ভিউর পেছনে জড়িয়ে রয়েছে আরও ৩ থেকে ৪ জন করে দর্শক। যা মেপে ওঠার কোনও পদ্ধতি ওটিটির ক্ষেত্রে নেই। আর সেই কারণেই ওটিটির প্রসার বা প্রভাব যে কতটা ব্যাপক, তা স্পষ্ট বোঝা যায় বলে দাবি করলেন অভিনেতা। মনোজ বাজপেয়ী এখন চুটিয়ে কাজ করছেন ওটিটি সিরিজে। একের পর এক ভাল কাজ উপহার দিয়ে চলেছেন দর্শকদের। তবে কোথাও গিয়ে যেন তাঁর মনে আক্ষেপ থেকেই গিয়েছে। পারিশ্রমিক পাচ্ছেন না তিনি মনের মতো।

Leave a Reply