ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গ্যাসের দাম থেকে ব্যাঙ্কিং, আগস্টে বদলে যাচ্ছে এই ৪টি নিয়ম

গ্যাসের দাম থেকে ব্যাঙ্কিং, আগস্টে বদলে যাচ্ছে এই ৪টি নিয়ম
Rate this post

[ad_1]

গ্যাসের দাম থেকে ব্যাঙ্কিং, আগস্টে বদলে যাচ্ছে এই ৪টি নিয়ম

নিজস্ব প্রতিবেদন : ধারাবাহিকতা বজায় রেখে প্রতি মাসের শুরুতেই কোনো না কোনো পরিবর্তন করা হয়ে থাকে। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকিং বিভিন্ন ক্ষেত্রে এই সকল পরিবর্তন দেখা যায়। উল্লেখযোগ্য বিষয় হল এই প্রতিটি পরিবর্তনই সরাসরি প্রভাব ফেলে আমজনতার পকেটে। প্রতি মাসের মত আগস্ট মাসেও আসতে চলেছে এই সকল একাধিক পরিবর্তন।

১) দেশের অন্যতম ব্যাংক অফ বরোদা আগস্ট মাস থেকে তাদের চেক পেমেন্টের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে তারা আগস্ট মাস থেকে শুরু করতে চলেছে Positive Pay System। এই ব্যবস্থা চালু হয়ে যাওয়ার ফলে পাঁচ লক্ষ টাকা বা তার বেশি চেক প্রদানের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম মেনে চলতে হবে গ্রাহকদের।

এই পজেটিভ পে সিস্টেম অনুসারে গ্রাহকরা কোন ব্যক্তি অথবা সংস্থাকে চেক প্রদান করার পর সেই চেক সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে তারপরেই সেই চেক নগদ করা যাবে। তথ্য জানানোর ক্ষেত্রে কোন ভুল-ভ্রান্তি হলে সেই চেক আটকে দেবে ব্যাংক কর্তৃপক্ষ।

২) প্রতি মাসের শুরুতেই দেখা যায় বাণিজ্যিক রান্নার গ্যাস অথবা গৃহস্থালিদের ব্যবহৃত রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হয়। সেই মতো আগস্ট মাসের শুরুতেও এই পরিবর্তন করা হবে বলেই মনে করা হচ্ছে। তবে গত কয়েক মাস ধরে দাম বৃদ্ধির পর আগস্ট মাসে দাম কমতে পারে বলেও আশা করা হচ্ছে। সেই দিকেই তাকিয়ে দেশের কোটি কোটি মানুষ।

৩) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেক মারফত প্রতারণার মতো ঘটনার রুখে দেওয়ার জন্য ২০২০ সালে পজিটিভ পে সিস্টেম চালু করেছিল। তবে বহু ব্যাংক সেই পদ্ধতি চালু না করলেও আগামী আগস্ট মাসে বহু ব্যাংক এই ব্যবস্থা চালু করতে চলেছে।

৪) আগস্ট মাসে স্বাধীনতা দিবস সহ বিভিন্ন উৎসব রয়েছে। এই সকল উৎসব ও অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আগস্ট মাসের দেশজুড়ে মোট ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। রাজ্যের ভিত্তিতে এই ছুটি রয়েছে। তবে সব রাজ্যের কর্মীরা ১৩ দিন ব্যাংক ছুটি পাবেন এমনটা নয়।

[ad_2]

Leave a Reply