ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

যাত্রীদের জন্য সুখবর দিল রেল, কমছে খাবারের দাম

যাত্রীদের জন্য সুখবর দিল রেল, কমছে খাবারের দাম

[ad_1]

যাত্রীদের জন্য সুখবর দিল রেল, কমছে খাবারের দাম

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন ভারতের মতো দেশে কোটি কোটি মানুষ ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। এই কারণে রেল পরিষেবাকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। শুধু ভারত নয় বিশ্বের বহু দেশেই গণপরিবহনের মেরুদণ্ড হল রেল পরিষেবা।

দেশের সাধারণ মানুষরা যখন ট্রেনে দূরপাল্লার সফর করে থাকেন সেই সময় তাদের খাবার সহ অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করতে হয়। যাত্রীরা ট্রেনে খাবার কিনে সেই খাবার খেয়ে থাকেন। যাত্রীদের এই সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে দূরপাল্লার প্রায় প্রতিটি ট্রেনেই খাবারের ব্যবস্থা রাখা করা হয়ে থাকে। আবার বেশ কিছু ট্রেনের ক্ষেত্রে ট্রেনের টিকিটের সঙ্গেই সংযোজন করা থাকে খাবার।

ট্রেনের টিকিটের সঙ্গে খাবার সংযোজন থাকে যে সকল ট্রেনের সেই সকল ট্রেনগুলি হল রাজধানী, শতাব্দি, দুরন্ত এবং এই তালিকায় সংযুক্ত বন্দে ভারত এক্সপ্রেস। তবে বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে এই সকল খাবারের দাম অন্যান্য খাবারের দামের মতোই বৃদ্ধি পাচ্ছে। খাবারের এই দাম নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভও লক্ষ্য করা যাচ্ছে।

তবে এই পরিস্থিতিতে কিছুটা হলেও সুখবর দিল ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে প্রিমিয়াম ট্রেনগুলিতে খাবারের উপর যে সার্ভিস চার্জ বসানো হতো তা আর বসানো হবে না। যাত্রীরা যখন টিকিট বুকিং করবেন সেই সময়ই জানিয়ে দেওয়া হবে খাবারের দাম এবং সেখান থেকেই পছন্দ করে নিতে পারবেন তাদের পছন্দের খাবার।

এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে আইআরসিটিসির কাছে একটি সার্কুলার পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে ট্রেনে দেওয়া খাবারে যে দাম উল্লেখ থাকে তা জিএসটি সহ। অর্থাৎ উল্লেখিত ঐ খাবারের দামের বাইরে আর কোনো রকম আলাদা করে চার্জ নিতে পারবে না খাবার সরবরাহকারী সংস্থা আইআরসিটিসি। রেলের এই ঘোষণার ফলে খাবারের দাম আগের তুলনায় অনেকটা কমবে বলেই আশা করা হচ্ছে।

[ad_2]

Leave a Reply