ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দুবরাজপুরবাসীদের জন্য সুখবর, সিউড়ি শিয়ালদহ ট্রেনের স্টপেজ মিলল দুবরাজপুরে

দুবরাজপুরবাসীদের জন্য সুখবর, সিউড়ি শিয়ালদহ ট্রেনের স্টপেজ মিলল দুবরাজপুরে
Rate this post

[ad_1]

দুবরাজপুরবাসীদের জন্য সুখবর, সিউড়ি শিয়ালদহ ট্রেনের স্টপেজ মিলল দুবরাজপুরে

নিজস্ব প্রতিবেদন : ময়ূরাক্ষী এক্সপ্রেসের আগে সিউড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য একটি ট্রেনের দাবি দীর্ঘদিন ধরেই ছিল এলাকার বাসিন্দাদের মধ্যে। সেই দাবি দাওয়া অবশেষে পূরণ হতে চলেছে রবিবার। রবিবার সিউড়ি থেকে শিয়ালদহ, শিয়ালদহ থেকে সিউড়ি একটি নতুন ট্রেনের উদ্বোধন হতে চলেছে।

নতুন ট্রেনের এই চালু হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সিউড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। কারণ দীর্ঘ কয়েক দশক আগে সকালে কলকাতা যাওয়ার জন্য চালু হয় ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার। বর্তমানে সেই ট্রেন ময়ূরাক্ষী এক্সপ্রেসে রূপান্তরিত। এরপর সরাসরি কলকাতা যাওয়ার দ্বিতীয় ট্রেন হল দুপুর বেলা।

নতুন এই ট্রেন চালু হওয়ার খবরে সিউড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা খুশি হলেও নিরাশায় ভুগছিলেন দুবরাজপুরের বাসিন্দারা। কারণ নতুন ট্রেন দেওয়া হলেও প্রথমে তার স্টপেজ ঘোষণা হয়নি দুবরাজপুরে। অথচ সিউড়ির মতোই দুবরাজপুর এলাকার বাসিন্দারাও কলকাতা যাওয়ার ক্ষেত্রে একই সমস্যায় ভোগেন। তবে এবার এই এলাকার যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেল নতুন এই ট্রেনটির দুবরাজপুরেও স্টপেজ ঘোষণা করল।

নতুন করে পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে সিউড়ি শিয়ালদহ এবং শিয়ালদহ সিউড়ি যে মেমু ট্রেনটির উদ্বোধন হতে চলেছে তার স্টপেজ দেওয়া হবে দুবরাজপুর রেল স্টেশনে। এই নতুন ঘোষণার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি ফিরে এল দুবরাজপুরের বাসিন্দাদের মধ্যে।

নতুন এই ট্রেনটি সিউড়ি থেকে সকাল ৫:২০ মিনিটে ছাড়ার পর পরবর্তী স্টপেজ দেবে দুবরাজপুর রেল স্টেশনে সকাল ৫:৩৫ মিনিটে। ৫:৩৬ মিনিটে দুবরাজপুর স্টেশন ছেড়ে রওনা দেবে পরবর্তী স্টেশন পাণ্ডবেশ্বরের জন্য। ফেরার পথে রাত্রি ৯:৪৬ মিনিটে দুবরাজপুর স্টেশনে আসবে এবং ৯:৪৭ মিনিটে দুবরাজপুর স্টেশন ছেড়ে সিউড়ির দিকে রওনা দেবে।

[ad_2]

Leave a Reply