ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গে রেশম চাষে কর্মী নিয়োগ 2022 – Bankura District Tasar Bandhu Recruitment 2022

Bankura District Tasar Bandhu Recruitment 2022
Bankura District Tasar Bandhu Recruitment 2022

পশ্চিমবঙ্গে রেশম চাষে কর্মী নিয়োগ 2022: পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রেশম শিল্প অধিকার দপ্তর Bankura District Tasar Bandhu Recruitment 2022 (তসর বন্ধু) এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Bankura District Tasar Bandhu Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

পশ্চিমবঙ্গে রেশম চাষে কর্মী নিয়োগ 2022 – Bankura District Tasar Bandhu Recruitment 2022

bengaliportal

 

পদের নাম: তসর বন্ধু।
শূন্যপদ: 2 টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ। সঙ্গে তসর চাষের সাধারণ জ্ঞান ও স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তসর চাষ সংক্রান্ত প্রশিক্ষণ থেকে থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স: প্রার্থীর বয়স 25-45 বছর [01/01/2022 অনুযায়ী]
বেতন: প্রতি মাসে 5000/-

আবেদনের শেষ তারিখ: 07/01/2022 সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সরকারি ছুটির দিনগুলো ছাড়া প্রার্থীরা তাদের আবেদন পত্র প্রত্যেকদিনই জমা করতে পারবেন।
ইন্টারভিউ এর তারিখ ও সময়: 10/01/2022 সকাল 11 টা থেকে শুরু হবে।
ইন্টারভিউর স্থান: রানিবাঁধ ব্লক অফিস।

Bankura District Tasar Bandhu Recruitment 2022
Bankura District Tasar Bandhu Recruitment 2022

Bankura District Tasar Bandhu Recruitment 2022
Bankura District Tasar Bandhu Recruitment 2022

Bankura District Tasar Bandhu Recruitment 2022
Bankura District Tasar Bandhu Recruitment 2022

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দরখাস্তের ফর্ম রানিবাঁধ ব্লক অফিস থেকে পাওয়া যাবে অথবা বাঁকুড়া জেলার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: প্রার্থী তার পূরণ করা আবেদন পত্র ও প্রয়োজনীয় সমস্ত নথির স্বপ্রত্যায়িত নকল কপি একটি মুখ বন্ধ খামে ভরে রানিবাঁধ ব্লকের ড্রপবক্সে জমা করতে হবে।
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
নিয়োগের স্থান: বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকে। প্রার্থীকে অবশ্যই রানিবাঁধ ব্লকের অধিবাসী হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:

  1. ভোটার কার্ড ও আধার কার্ড।
  2. তসর চাষীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি বাইসাইকেল ও স্মার্টফোন।
  3. যে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সেভিংস ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  4. আবেদনকারী তসর চাষী পরিবারভুক্ত কিনা সেই সংক্রান্ত একটি শংসাপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
  5. আবেদনকারীকে অবশ্যই রানিবাঁধ ব্লকের অধিবাসী হতে হবে।

Official Website: Click Here
Notification: Click Here
Application Form: Click Here

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।

Leave a Reply