ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

BARC NRB Group-C Recruitment 2022 – ভাবা অটোমিক রিসার্চ সেন্টারে গ্রূপ সি পদে চাকরি আবেদন করুন

BARC NRB Group-C Recruitment 2022
BARC NRB Group-C Recruitment 2022

BARC NRB Group-C Recruitment 2022: ভাবা অটোমিক রিসার্চ সেন্টারের BARC NRB Group-C Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। BARC NRB Group-C Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

BARC NRB Group-C Recruitment 2022 – ভাবা অটোমিক রিসার্চ সেন্টারে গ্রূপ সি পদে চাকরি আবেদন করুন

ভাবা অটোমিক রিসার্চ সেন্টারের তরফে BARC Group-C Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নিউক্লিয়ার রিসাইকল বোর্ডে সবমিলিয়ে মোট 89 টি শূন্যপদে স্টেনোগ্রাফার, ড্রাইভার ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 

Nuclear Recycle Board  Recruitment 2022 -এ আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। অফলাইনের কোনো আবেদন গ্রহন করা হবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। নীচে  BARC NRB Stenographer Recruitment 2022 Notification PDF Download করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।

bengaliportal

 

ভারতবর্ষের নাগরিক হলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে। সুতরাং, BARC NRB Group-C Recruitment 2022 পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। 01/07/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। নীচে আপনাদের জন্য BARC Work Assistant Recruitment 2022 Apply Online Link দেওয়া হলো।

Bhabha Atomic Recherch Centre Stenographer Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন। 

BARC NRB Group-C Recruitment 2022 পদের নাম

  • স্টেনোগ্রাফার 
  • ড্রাইভার
  • ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 

BARC NRB Group-C Recruitment 2022 মোট শূন্যপদ

  • স্টেনোগ্রাফার: 06 টি
  • ড্রাইভার: 11 টি
  • ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: 72 টি

BARC NRB Group-C Recruitment 2022 মাসিক বেতন

  • স্টেনোগ্রাফার: 25,500/- টাকা
  • ড্রাইভার: 19,900/- টাকা
  • ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: 18,000/- টাকা

BARC NRB Group-C Recruitment 2022 গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু: 01/07/2022

আবেদন শেষ: 31/07/2022

BARC NRB Group-C Recruitment 2022 বয়সসীমা

আবেদনকারীর বয়স 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।

BARC NRB Group-C Recruitment 2022 আবশ্যিক যোগ্যতা

  • স্টেনোগ্রাফার: কমপক্ষে 50 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। 
  • ড্রাইভার: মাধ্যমিক পাশ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কমপক্ষে 3-6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক পাশ হতে হবে। 

BARC NRB Group-C Recruitment 2022 নিয়োগ পদ্ধতি

  • লিখিত পরীক্ষা
  • স্কিল টেস্ট
  • ইন্টারভিউ 

BARC NRB Group-C Recruitment 2022 আবেদন মূল্য

উক্ত পদগুলোতে আবেদনের জন্য 100/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এসসি, এসটি এবং মহিলাদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

BARC NRB Group-C Recruitment 2022 আবেদন পদ্ধতি

  • আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। 
  • নীচের লিঙ্কে গিয়ে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
  • প্রথমে আপনার নাম রেজিষ্ট্রেশন করুন।
  • এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করুন। 
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করুন। 
  • আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন। 
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 31/07/2022

অফিসিয়াল নোটিশClick Here
আবেদন করার ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।

Leave a Reply