ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পৃথিবীর ছাদে পা পড়ল বাঙালির

পৃথিবীর ছাদে পা পড়ল বাঙালির
পৃথিবীর ছাদে পা পড়ল বাঙালির
Rate this post

পামির মালভূমি যা আমাদের কাছে পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত। সেই পৃথিবীর ছাদে পা পড়ল বাঙালির। পামীর মালভূমির প্রথম ধাপে পা রাখলেন পাঁচ বাঙালি অভিযাত্রী। মোট ছ’টি শৃঙ্গ জয়ের লক্ষ্যে অভিযান শুরু করেছেন তাঁরা।

যাত্রাপথে প্রথম ‘পিক’ কিরঘিস্তানে মাউন্ট উচিটেল। সেখানে সামিট সফলভাবে শেষ করেন অভিযাত্রী দলটি। শিখরে উঠে তিরঙ্গা হাতে ছবি তোলেন।

এবার এই দলটির লক্ষ্য দ্বিতীয় শৃঙ্গ। স্থানীয় গাইডদের দাবি, প্রথম ভারতীয় হিসেবে এই শৃঙ্গ জয় করলেন এই পাঁচ অভিযাত্রী।

Leave a Reply