[ad_1]
ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে বাইশ গজে আগুন ঝরালেন স্বামী৷ আর তা নিয়েই মাঠের বাইরে ইংরেজ ক্রিকেটারদের ট্রোল করতে ছাড়লেন না স্ত্রী৷ কথা হচ্ছে, জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গণেশনকে নিয়ে৷ ওভালের ময়দানে যখন বুমরাহ-র আগুনে বোলিংয়ে বিধ্বস্ত ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ, তখন তা নিয়েই মজায় মাতলেন সঞ্জনা৷ তুমুল ট্রোল করলেন জস বাটলারদের৷
আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে ওভালের ময়দানে নিজের বোলিং জাদু দেখিয়েছেন বুমরাহ। ব্রিটিশদের ব্যাটিং লাইনআপকে নিয়ে কার্যত ছিনিমিনি খেলেছেন তিনি। এদিন নিজেদের কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে দেখান বুমরাহ।
৭.২ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। তার মধ্যে `ডাক` অর্থাৎ শূন্য রানে আউট করেন জেসন রয়, জো রুট ও লিয়াম লিভিংস্টোনকে। বুমরাহ-র বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতেই পারেননি তাঁরা।
স্বামী যখন ওভালের বাইশ গজে ইতিহাসে নাম লেখাচ্ছেন, স্টেডিয়ামে ঠিক বাইরেই তখন ইংরেজ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ট্রোলিং করলেন স্ত্রী। বুম হাতে রুট-লিভিংস্টোনদের মজা ওড়ালেন সঞ্জনা। আদতে তিনি এক ক্রিকেট সঞ্চালিকা। আর সেই কাজের ফাঁকেই স্বামীর বোলিংয়ে ইংল্যান্ড ব্যাটিংকে বিধ্বস্ত দেখে কটাক্ষ করতে ছাড়লেন না সঞ্জনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ওভাল স্টেডিয়ামের বাইরে `ক্রিস্পি ডাক` নামে একটি ফুড স্টলের সামনে দাঁড়িয়ে সঞ্জনা। হাতে বুম। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ” আজ ফুডকোর্টে প্রচুর মানুষের ভীড়। কারণ ইংরেজরা আজ ক্রিকেট দেখতে চাইছে না। এখানে অনেক ফুড স্টল রয়েছে।
তবে একটি স্টলে কিন্তু ইংলিশ ব্যাটাররা মোটেও আসতে চাইবেন না।” এটুকু বলেই স্টলটির নাম দেখান সঞ্জনা। তারপরেই ফের বলেন, “আমি একটি ‘ডাক ব়্যাপ’ নিয়েছি। অন ফিল্ড `ডাক` তো দারুণ লাগল। এবার মাঠের বাইরে এই `ডাক ব়্যাপ` কতটা ভালো তা দেখতে হবে।”
While our bowlers bagged some 🦆s on the field, @SanjanaGanesan 'wrap'ped up some 🦆s off the field at #TheOval 😋#ENGvIND #SonySportsNetwork pic.twitter.com/SzzQ9dVEaJ
— Sony Sports Network (@SonySportsNetwk) July 12, 2022
বলাই বাহুল্য, স্বামীর অসামান্য পারফরম্যান্সে গর্বিত সঞ্জনা৷ বুমরাহ যেভাবে ইতিহাস গড়ে ইংরেজদের সেরা ব্যাটারদের একের পর এক `ডাক` করেছেন, তা নিয়ে উচ্ছ্বসিত তিনি।
আর সেই কারণেই বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি তিনি। সঞ্জনার এই ভিডিও অবশ্য ইংরেজ সমর্থকদের জ্বালা খানিক বাড়িয়ে দিয়েছে। একেই দল হেরেছে, তার উপর ব্যাটারদের নিয়ে ট্রোলিং, ফলে বিষয়টি যেন মোটেই মেনে নিতে পারছেন না ইংরেজ সমর্থকরা৷
[ad_2]