ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ওকেই সাফল্যের রাস্তাটা খুঁজতে হবে”, বিরাটের খারাপ ফর্ম নিয়ে মন্তব্য সৌরভের

ওকেই সাফল্যের রাস্তাটা খুঁজতে হবে”, বিরাটের খারাপ ফর্ম নিয়ে মন্তব্য সৌরভের

[ad_1]

বিরাট কোহলির-এর ব্যাটে রানের খরা, ধারাবাহিকতার অভাব। সমালোচকদের মন্তব্যের ঝড়ে রোজ বিদ্ধ হচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এসময় কোহলির খারাপ পারফরমেন্স নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও

অফ ফর্মের পাশাপাশি চোটও দোসর হয়েছে বিরাট কোহলির । ২০১৯ সাল থেকে চলছে অফফর্ম। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে চোট পেয়েছেন তিনি। তবে ব্যর্থতা সত্ত্বেও বিরাটের উপর থেকে ভরসার হাত সরেনি বোর্ডের।

বোর্ড ও টিম ম্যানেজমেন্ট বরাবর বিরাটকে সমর্থন করে গেছে। যে কোনও সময় বিরাট ফর্মে ফিরবে বলে আশাবাদী বোর্ড কর্তারা। এই পরিস্থিতিতে বিরাটের অতিরিক্ত বিশ্রাম নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে বিশ্রামে যাচ্ছেন বিরাট।

এই পরিস্থিতিতে বিরাটের পাশে দাঁড়ালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের সংখ্যা দেখুন, যোগ্যতা ও গুণ ছাড়া এটা সম্ভব নয়। ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেটা ও জানে। ও দারুণ প্লেয়ার। ও নিজের স্তর জানে, আমি আশা করছি ও ফিরে আসবে ও ভালো করবে। কিন্তু ওকে সাফল্যের জন্য রাস্তা খুঁজতে হবে। গত ১২-১৩ বছরে যেটা করেছে সেটা করতে হবে যেটা শুধু বিরাট কোহলি করতে পারবে।”

বিরাটের খারাপ সময়ের জন্য তাঁকে বসিয়ে দেওয়ার দাবি তুলেছেন কপিল দেব, ভেঙ্কটেশ প্রসাদ-দের মত প্রাক্তনীরা। বিশেষ করে টি-২০ তে বিরাট একজনের জায়গা নষ্ট করছেন বলে দাবি করেন তাঁরা। এই বিষয়ে সৌরভ বলেন, “খেলায় এটা হয়ে থাকে।

এটা যে কারও সঙ্গে হতে পারে। এটা সচিনের সঙ্গে হয়েছে, এটা রাহুলের সঙ্গে হয়েছে, আমার সঙ্গেও হয়েছে। এখন কোহলির সঙ্গেও হচ্ছে। ভবিষ্যতের প্লেয়ারদের সঙ্গেও হতে পারে এটা। এটা খেলার অঙ্গ, আমি মনে করি ওদের কথা শোনা উচিত, সেটা বুঝে তারপর নিজের খেলাটা খেলা উচিত।”

শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে কোহলিকে বিশ্রামে পাঠানো হচ্ছে। ওডিআই সিরিজে আগেই তাঁকে বিশ্রামে পাঠানো হয়েছিল। চলতি ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে চোটের কারণে খেলছেন না তিনি।

বোর্ড সূত্রে খবর, এশিয়া কাপ ও বিশ্বকাপে ফুল ফর্মের বিরাটকে পেতে চায় বোর্ড। সেই কারণে, তার আগে সম্পূর্ণ বিশ্রাম দিতে চাইছে তাঁকে। অর্থাৎ বিরাটকে ফর্মে ফেরার জন্য় সবরকম সুবিধা দিচ্ছে বিসিসিআই ।

[ad_2]

Leave a Reply