ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে সোজা আসানসোল আসার জন্য চালু হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা

উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে সোজা আসানসোল আসার জন্য চালু হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা
উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে সোজা আসানসোল আসার জন্য চালু হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা

বাসের উপরও অনেক বেশি নির্ভরশীল হতে দেখা যায় সাধারণ মানুষদের। আবার বাসের কথা বললে অধিকাংশেরই ভরসা হলো সরকারি বাস । সাধারণ মানুষদের এই ভরসার কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে বিভিন্ন রুটে সরকারি বাস চালানোর বন্দোবস্ত করা হচ্ছে।

করোনাকালে বাস পরিষেবা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। বাস পরিষেবায় খরা আসার ফলে বহু রুটে বন্ধ হয়ে যায় সরকারি বাস। তবে সেই পরিস্থিতি কাটিয়ে নতুন করে বিভিন্ন রুটে সরকারি বাস চালু করছে রাজ্য পরিবহন দপ্তর। বিশেষ করে এখন জোর দেওয়া হচ্ছে দূরপাল্লার রুটগুলিতেও। সেরকমই এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে সোজা আসানসোল আসার জন্য চালু হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা।

উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে ট্রেনে আসানসোল আসার জন্য বারবার ট্রেন বদলানোর ঝক্কি রয়েছে। এই ঝক্কি যাতে পোহাতে না হয় তার জন্য বহু মানুষের কাছেই অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে বনগাঁ আসানসোল বাস। এরই পরিপ্রেক্ষিতে বনগাঁ থেকে বেশ কয়েকটি সরকারি বাস আসানসোল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, বনগাঁ থেকে আসানসোলগামী বাসটি বনগাঁ থেকে ছাড়ে সকাল সাড়ে সাতটায়। বাসটি মাঝে স্টপেজ দেয় গাইঘাটা, হাবড়া, বারাসাত, এয়ারপোর্ট ৩নং, ডানলপ, বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ। এরপরেই এসে পৌঁছায় আসানসোল। বনগাঁ থেকে ছাড়ার পর সকাল সাড়ে আটটায় হাবরা এবং সকাল সাড়ে নটায় বারাসাত এসে পৌঁছায়।ফেরার সময় অর্থাত্‍ আসানসোল থেকে বনগাঁগামী সরকারি বাসটি ছাড়ে সকাল ১১ঃ৪৫ মিনিটে। রানীগঞ্জ হয়ে দুর্গাপুর পৌছাবে দুপুর ১:০৫ মিনিটে। এরপর বাসটি মাঝে বর্ধমান, ডানলপ হয়ে এয়ারপোর্ট, বারাসত, হাবড়া, গাইঘাটায় স্টপেজ দেওয়ার পর পৌঁছাবে বনগাঁ। অনলাইনে বাসের টিকিট বুকিং করার পাশাপাশি অফলাইনেও টিকিট বুকিং করা যাবে।

Leave a Reply