ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

স্মার্টফোন দিয়েই এবার মাপতে পারবেন নিজের তাপমাত্রা

স্মার্টফোন দিয়েই এবার মাপতে পারবেন নিজের তাপমাত্রা
স্মার্টফোন দিয়েই এবার মাপতে পারবেন নিজের তাপমাত্রা
Rate this post

হঠাত্‍ করে জ্বর হয় এবং স্মার্টফোন দিয়েই আপনি নিজের জ্বরের তাপমাত্রা মাপতে পারেন, তাহলে কেমন হবে? অবাক হবেননা, প্রযুক্তির নির্ভর এই পরিবর্তনশীল বিশ্বে এমনটাও সম্ভব। আসলে FeverPhone নামে এমন একটি অ্যাপ লঞ্চ হয়েছে যা স্মার্টফোনকে থার্মোমিটারে পরিণত করতে পারে, অর্থাত্‍ হাতে স্মার্টফোন থাকলে কয়েক ক্লিকে শরীরের তাপমাত্রা মাপাও সম্ভব হবে।

স্মার্টফোন মানেই গাদাগুচ্ছের অ্যাপ। সেক্ষেত্রে আইএনএসএস -এর রিপোর্ট থেকে জানা গেছে যে, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একটি বিজ্ঞানী দল সম্প্রতি ফিভার-ফোন নামে একটি অ্যাপ তৈরি করেছে যা ফোনের টাচস্ক্রিন এবং ব্যাটারি টেম্পারেচর সেন্সর ব্যবহার করে মেশিন লার্নিং -এর মাধ্যমে মানব শরীরের তাপমাত্রা পরিমাপ করবে, কোনো অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন ছাড়াই। ইতিমধ্যে নাকি ৩৭ জন রোগীর উপর এই অ্যাপ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে, আর তার থেকে মিলেছে আশাব্যঞ্জক ফলাফল। তাই আগামীদিনে হাতে স্মার্টফোন থাকলে থার্মোমিটারের দরকার হবেনা, এমনটা বলা যেতেই পারে।

ফিভার-ফোন অ্যাপটি একটি বিশেষ সেন্সর দ্বারা নির্মিত, যা ফোনের ব্যাটারির তাপমাত্রা নির্ধারণ করে এবং কত সময় ধরে ফোন গরম থাকে তা পরিমাপ করে তারপর মানবদেহের তাপমাত্রা অনুমান করার চেষ্টা করে। এর সুবিধা পেতে আগ্রহী ইউজারদের ফোনের পেছনে কোনো স্পর্শ না করে পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরার মতো সেটি ধরে রাখতে হবে। তারপর কপালে প্রায় ৯০ সেকেন্ডের জন্য টাচ স্ক্রিন ধরে রাখলেই কাজ হয়ে যাবে!

Leave a Reply