ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

AC ব্যবহার করার সময় খেয়াল করুন এই বিষয়গুলি, বাঁচবে অনেক টাকা

AC ব্যবহার করার সময় খেয়াল করুন এই বিষয়গুলি, বাঁচবে অনেক টাকা
AC ব্যবহার করার সময় খেয়াল করুন এই বিষয়গুলি, বাঁচবে অনেক টাকা
Rate this post

প্রবল গরমে বাজারে এয়ার কন্ডিশনারের প্রচুর বিক্রি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনিও যদি একটি এসি কিনতে চান, কিন্তু এই ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সটি কেনার পর সেটির বিল বা মেইনটেনেন্স বাবদ খরচ নিয়ে ভাবনায় থাকেন, তাহলে আপনার জন্য আজ রয়েছে কিছু কাজের টিপস্।

AC ব্যবহার করার সময় খেয়াল করুন এই বিষয়গুলি, অনেক টাকা বাঁচবে :

১. কুলিং কনডেন্সার চেক: যেকোনো এসি কুলিং এফেক্ট দিতে কনডেন্সার ব্যবহার করে। তাই আপনাকে এসি কেনার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে কনডেন্সার ভালো অবস্থায় আছে কীনা। একবার কুলিং কনডেন্সার লিক হয়ে গেলে এসি ঘর ঠান্ডা করার কাজ বন্ধ করে দেবে।

২. গ্যাস লিক: এসিতে গ্যাস লিক হওয়ার ঘটনা খুব সমস্যাজনক, এতে আপনার অনেক টাকা খরচ হতে পারে। তাই প্রতিবার গ্রীষ্মে এসি ব্যবহার করার আগে অবশ্যই সেটির গ্যাস পরীক্ষা করে নিন।

৩. সার্ভিসিং: স্প্লিট বা উইন্ডো এসি যাই ব্যবহার করুন না কেন, আপনাকে সময়ে সময়ে অবশ্যই সেটির সার্ভিসিং করাতে হবে। নাহলে এর কয়েল জ্যাম হয়ে গেলে, ঠান্ডা আমেজ তো পাবেন না-ই পাশাপাশি অনেক টাকাও খরচ হবে।

Leave a Reply