টেস্ট ক্রিকেটে এখনও দেখা যায়নি হার্দিককে। ছিলেন না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এমনকি সদ্য প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলেও নেই।
বিসিসিআই সূত্রে খবর হার্দিক নিজেই খেলতে চাননা টেস্ট ক্রিকেটে। আর এই নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বললেন, হার্দিক আর কোনদিনই টেস্ট খেলতে পারবেন না।
এক সাক্ষাত্কারে শাস্ত্রী বলেন,” টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারবে না হার্দিকের শরীর। এটা স্পষ্ট জেনে রাখা ভাল। ওর যে চোট হয়েছিল সেখান থেকে ফিরে টেস্ট খেলা কঠিন। হার্দিক নিজেও সেটা জানে। তাই টেস্ট থেকে দূরে থাকছে। আর কোনও দিন ও টেস্ট খেলতে পারবে না।”
এরপরই শাস্ত্রী বলেন,” একদিনের বিশ্বকাপের পরে যদি হার্দিক ফিট থাকে তা হলে ওকে সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব দিয়ে দেওয়া উচিত। টি-২০-তে ও পরীক্ষিত। একদিনের ক্রিকেটেও হার্দিকের সমস্যা হবে না।”