কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ 2023: বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কেন্দ্রীয় সরকারি অফিসে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কেন্দ্রীয় সরকারি অফিসে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের কয়েক হাজার শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন।
বয়সসীমা:- আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন:- লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পে লেভেল টু অনুযায়ী ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা।
● ডেটা এন্ট্রি অপারেটর পদে পে লেভেল ফোর অনুযায়ী ২৫৫০০-৮১১০০, লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা।
● ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।
যোগ্যতা:- লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এনট্র্রি অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের ক্ষেত্রে যে কোনও শাখায় দ্বাদশ শ্রেণি পাশ।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
দুটি পর্যায়ে লিখিত পরীক্ষার পরে টাইপিং টেস্ট ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
লিখিত পরীক্ষা টিয়ার ওয়ানে জেনারেল ইন্টেলিজেন্স, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেডিভ অ্যাপ্টিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে (প্রত্যেকটির ক্ষেত্রেই ২৫ টি প্রশ্নের জন্য ৫০ নম্বর করে)। অবজেক্টিভ টাইপের প্রশ্নে পরীক্ষায় সময় ১ ঘন্টা। এক একটি ভুল উত্তরের জন্য অর্ধেক নম্বর কাটা হবে।
টিয়ার টুতে থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। আর টিয়ার থ্রিতে টাইপিং টেস্ট ও স্কিল টেস্ট।
আবেদন প্রক্রিয়া:- আবেদন করতে হবে অনলাইনে। পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য কলকাতা ছাড়াও পরীক্ষা কেন্দ্র থাকবে আসানসোল ও শিলিগুড়িতে। পরীক্ষা কেন্দ্রের জন্য আলাদা আলাদা কোড নম্বর আছে। তবে পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে- https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement