ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জিত নিশ্চিত শুভশ্রীর সঙ্গে মন্দিরে পুজো দিয়ে দাবি তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর

বারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জিত নিশ্চিত শুভশ্রীর সঙ্গে মন্দিরে পুজো দিয়ে দাবি তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর
বারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জিত নিশ্চিত শুভশ্রীর সঙ্গে মন্দিরে পুজো দিয়ে দাবি তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর
Rate this post

Bengaliportal: এতদিন একাই বারাকপুর কেন্দ্রে প্রচার করেছিলেন। মনোনয়ন পেশের দিন থেকে স্ত্রী শুভশ্রীকেও দেখা যাচ্ছে সঙ্গে। স্ত্রীকে নিয়েই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। সেই ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “১০৮ বারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জিত নিশ্চিত।” বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরাজি ভাষাতে এই একই কথা লিখেছেন রাজ।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শুক্রবার একাধিক ছবি ফেসবুকে শেয়ার করেছেন রাজ। তবে ছবিগুলি দেখে বুধবারেরই মনে হচ্ছে। সেদিনই শোভাযাত্রা করে উত্তর ২৪ পরগনার বারাকপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন রাজ। তা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল।

বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ও প্রায় একই সময় মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন সেখানে। এমন সময় দুই দলের সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শুভ্রাংশু রায়ের গাড়িতে ভাঙচুর করা হয় বলেও শোনা গিয়েছে।পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সিআরপিএফকে লাঠিচার্জ করতে হয়। ঘটনার জেরে কয়েকজন আহত হয়েছে বলেও জানা গিয়েছে। পরে রাজ জানিয়েছিলেন তিনিও পায়ে চোট পেয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই মনোনয়ন পেশ করতে হত। সেই কারণে আগে মনোনয়ন জমা দিতে যান তৃণমূলের তারকা প্রার্থী। পরে মনোনয়ন পেশের ছবি টুইটারেও শেয়ার করেন।

Leave a Reply