ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বদল করা হল CBSE বোর্ডের পরীক্ষার পদ্ধতি একবার খারাপ হলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পড়ুয়াদের

বদল করা হল CBSE বোর্ডের পরীক্ষার পদ্ধতি একবার খারাপ হলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পড়ুয়াদের
বদল করা হল CBSE বোর্ডের পরীক্ষার পদ্ধতি একবার খারাপ হলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পড়ুয়াদের
Rate this post

Bengaliportal: একবার পরীক্ষা খারাপ হলে, এবার আর মন খারাপ করলে চলবে না। কারণ, সিবিএসই-র নতুন নিয়মে সেই পরীক্ষা আরও একবার দিতে পারবে পড়ুয়ারা। আগামী মে মাসে দশম ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা নিতে চলেছে সিবিএসই। ওই পরীক্ষা থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।  কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নতুন নিয়মে, দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফলাফল আরও ভাল করার একটি সুযোগ দেওয়া হবে। যে কোনও একটি বিষয়ে দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তারা। মূল পরীক্ষার ঠিক পরেই প্রস্তাবিত এই কমপার্টমেন্ট পরীক্ষায় বসতে হবে ছাত্রছাত্রীদের।

এর মধ্যে যে পরীক্ষায় নম্বর বেশি উঠবে তা মার্কশিটে যুক্ত হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। পাশাপাশি যে সমস্ত পড়ুয়ার ফলাফলে উন্নতি হবে, তাদের একটি কম্বাইন্ড মার্কশিট দেওয়া হবে বলেই জানানো হয়েছে। তবে, যদি কোনও ছাত্রছাত্রী দুটির বেশি বিষয়ে প্রাপ্ত নম্বরের উন্নতি করতে চায়, তবে তাকে এক বছর অপেক্ষা করতে হবে। এবং পরের ব্যাচের সঙ্গে পরীক্ষায় বসতে হবে। বোর্ডের এই নতুন নিয়মে পরীক্ষায় আরও বেশি নম্বর পাওয়ার সুযোগ বাড়বে পরীক্ষার্থীদের কাছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এতদিন পর্যন্ত কোনও ছাত্রছাত্রীর বোর্ডের পরীক্ষার রেজাল্ট মনের মতো না হলে পরের ব্যাচের সঙ্গে পরীক্ষা দেওয়া ছাড়া, তাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। স্বাভাবিকভাবে, একটা বছর অপেক্ষা করে থাকতে হত। কিন্তু নয়া জাতীয় শিক্ষা নীতিতে পরীক্ষার এই বিষয়টি আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি নম্বর পেতে পারে যে জন্য একাধিকবার পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া আরও বলা হয়েছে সিবিএসই বোর্ডের নয়া পরীক্ষা পদ্ধতির বিষয়ে। জানা গেছে, বর্তমানে যে লার্নিং মডেল অর্থাৎ পড়া মুখস্থ করার পদ্ধতি শিক্ষার্থীদের উপর আরোপ করা হয়, আগামী দিনে তা আর থাকবে না। বরং প্রতিনিয়ত পড়ুয়াদের সমস্যা সমাধানের পারদর্শিতার যাচাই করে তাঁদের যোগ্যতার মান নির্ধারণ করা হবে। এই পদ্ধতিতে আগামী দিনে ইংরেজি, বিজ্ঞান ও অঙ্ক, এই তিন বিষয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত হবে বলেই মনে করছে কেন্দ্র সরকার।সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী তিন থেকে চার বছরের মধ্যে ধাপে ধাপে বদলানো হবে প্রচলিত পরীক্ষা পদ্ধতি।

Leave a Reply