ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ছাত্রীর গবেষণার বিষয় ‘চপ শিল্প’, কি রয়েছে গবেষণা পত্রে

ছাত্রীর গবেষণার বিষয় ‘চপ শিল্প’, কি রয়েছে গবেষণা পত্রে

[ad_1]

ছাত্রীর গবেষণার বিষয় 'চপ শিল্প', কি রয়েছে গবেষণা পত্রে

নিজস্ব প্রতিবেদন : দেশ এবং রাজ্যে দিন দিন বেড়ে চলেছে বেকারত্বের সংখ্যা। এই বেকারদের কর্মসংস্থান বাড়াতে একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেলেভাজাকে চপ শিল্প হিসাবে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই শিল্পের মাধ্যমে কত রোজগার হতে পারে তা নিয়েও তিনি একাধিক যুক্তি প্রকাশ করেছিলেন। এবার এই চপ শিল্প উঠে এলো এক ছাত্রীর গবেষণা পত্রে।

চপ শিল্পকে উচ্চশিক্ষায় গবেষণার বিষয় হিসাবে বেছে নিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কণা সরকার নামে ভূগোল বিভাগের স্নাতকোত্তর স্তরের এক ছাত্রী। তিনি তার চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় এই গবেষণাপত্র জমা দিয়েছেন। তার এই গবেষণাপত্রে কি কি উঠে এসেছে!

তার গবেষণা পত্রের বিষয় হল ‘গ্রামীণ চপ শিল্প এবং পরিবারের সুখ সমৃদ্ধিতে তার প্রভাব’। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী কণা সরকারের এই গবেষণার ক্ষেত্রে তার গাইড হিসাবে ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডঃ তাপস পাল। কণা সরকারের গাইড হিসেবে থাকা অধ্যাপকই জানিয়েছেন তার গবেষণাপত্রে কি কি রয়েছে।

ডঃ তাপস পাল জানিয়েছেন, মালদা জেলার গাজোল-১, গাজোল-২ ও করচক এই তিনটি এলাকায় তাদের কলেজের ছাত্রী কণা সরকার সমীক্ষা চালিয়েছেন। এই সকল গ্রামে যে সকল পরিবারের সদস্যরা চপ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন এইরকম ২৩ টি পরিবারকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে। এই সমীক্ষা থেকে ঐ সকল পরিবারগুলির মাসিক রোজগার কত তাও উঠে এসেছে।

সমীক্ষায় উঠে এসেছে ঐ সকল পরিবারের সদস্যরা চপ বিক্রি করে মাসে ৯ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত রোজগার করে থাকেন। চপ বিক্রির ক্ষেত্রে এই ব্যবসায় ঐ সকল পরিবারের মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি। আবার এই চপ বিক্রি করার ক্ষেত্রে যে সকল পরিবারের পুরুষদের ভূমিকা রয়েছে তাদের উপার্জন আরও বেশি।

এমন বিরল ধরনের গবেষণা বেছে নেওয়ার কারণ হিসাবে ছাত্রী কণা সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পকে রোজগারের পথ হিসাবে বেছে নেওয়ার পরামর্শ দেওয়ার পর তা নিয়ে নানান ধরনের মন্তব্য ছড়ায়। এরই পরিপ্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে গবেষণা করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেছেন এবং তাকেই তার গবেষণার বিষয় হিসাবে বেছে নিয়েছেন।

[ad_2]

Leave a Reply