ICAR – CIBA Recruitment 2022: Central Institute of Brackishwater Aquaculture ডিপার্টমেন্ট Central Institute of Brackishwater Aquaculture 2022 Recruitment এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। CIBA Kakdip Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
পশ্চিমবঙ্গের জল দপ্তরে মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি – এখনই আবেদন করুন
Central Institute of Brackishwater Aquaculture 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
ICAR – CIBA Recruitment 2022: এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। অফলাইনে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নূন্যতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে।
CIBA Kakdip Recruitment 2022: আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম: Field Assistant
মোট শূন্যপদ: 02 টি
মাসিক বেতন: 12,000/: টাকা
আবেদন শুরু: 27/05/2022
আবেদন শেষ: 06/06/2022
বয়সসীমা: সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। মহিলাদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে৷ সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে। সুন্দরবন অঞ্চলের আঞ্চলিক ভাষা জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
নিয়োগ পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য: উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে এইট পাশে টুরিস্ট গাইড নিয়োগ – এখনই আবেদন করুন
আরও পড়ুন: অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ পৌরসভায় গ্রূপ ডি পদে কর্মী নিয়োগ – এখনই আবেদন করুন
আবেদন পদ্ধতি:
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
- সঠিক তথ্য দিয়ে নিজের একটি CV বানাতে হবে।
- নির্দিষ্ট দিনের মধ্যে সেটিকে ই-মেইলের পাঠাতে হবে।
- ই-মেইলঃ [email protected] / [email protected]
- বাছাইকৃত আবেদনকারীদের নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে যেতে হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 08/06/2022 (12:00 PM)
ইন্টারভিউ দিতে যাওয়ার সময় নীচের লিঙ্কে দেওয়া আবেদন ফর্মটি প্রিন্ট করে পূরণ করে নিয়ে যেতে হবে।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
অনলাইনে আবেদন করার শেষ তারিখ 06/06/2022
Important Link
Official Website: Click Here
Notification: Click Here
Application Form: Click Here
প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।