[ad_1]
‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজন শুরু হয়ে গিয়েছে। চলতি বছর ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হচ্ছে ‘কফি উইথ করণ’। শোয়ের সঞ্চালক করণ জোহর (Karan Johar)-এর কৌশলী প্রশ্ন এই সিজনে যেন ‘ব্রহ্মাস্ত্র’ হয়ে গিয়েছে। ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনের ওপেনিং এপিসোডে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর সিং (Ranveer Singh)। কিন্তু প্রত্যেক অতিথি নির্বিশেষে র্যাপিড ফায়ার রাউন্ডের শেষে গিফট হ্যাম্পারটি লোভনীয়।
র্যাপিড ফায়ারের প্রশ্নের জবাব ঠিকঠাক দিলে তবেই পাওয়া যায় এই গিফট হ্যাম্পারটি। সেলিব্রিটিদের মধ্যে এই হ্যাম্পারটি জেতার জন্য রীতিমত প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অত্যন্ত স্পেশ্যাল এই হ্যাম্পারে কি কি থাকে, তা নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই। অবশ্যই করণ নিজের হাতে এই গিফটগুলি পছন্দ করে বানান হ্যাম্পারটি। প্রতি বছর এই হ্যাম্পারে থাকে একটি ফ্রেঞ্চ প্রেস কফি প্লাঞ্জার, রোস্টেড কফি ও কফি মগ। তবে এবার করণ এই হ্যাম্পারে যোগ করেছেন নতুনত্ব।
[ad_2]