ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এখনই আবেদন করুন – Competition Commission of India Recruitment 2022 Apply Now

Competition Commission of India Recruitment 2022
Competition Commission of India Recruitment 2022

Competition Commission of India Recruitment 2022: সম্প্রতি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (Competition Commission of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটেশনের ভিত্তিতে সেক্রেটারি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা: প্রতিষ্ঠানের তরফে মাত্র ১টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এখনই আবেদন করুন – Competition Commission of India Recruitment 2022

পদের নামসেক্রেটারি
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানবিশদ দেখুন
কাজের ধরনবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩০.০৯.২০২২

বেতন ও আবেদনের যোগ্যতা:

  • পে ম্যাট্রিক্স লেভেল ১৫ (১৮২২০০– ২২৪১০ টাকা)- কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের আধিকারিকদের বেতন প্রি-রিভাইসড স্কেল হিসেবে ৬৭০০০- ৭৯০০০ টাকা।
  • পে ম্যাট্রিক্স লেভেল ১৪ (১৪৪২০০- ২১৮২০০ টাকা)- অ্যাডমিনিস্ট্রেশন বা ফিনান্স বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা সহ নির্বাচিত প্রার্থীদের বেতন প্রি-রিভাইসড স্কেল হিসেবে ৩৭৪০০-৬৭০০০ + গ্রেড পে ১০০০০ টাকা।
  • পে ম্যাট্রিক্স লেভেল ১৩ (১৩১১০০- ২১৬৬০০ টাকা)- অ্যাডমিনিস্ট্রেশন বা ফিনান্স বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ২ অভিজ্ঞতা সহ নির্বাচিত প্রার্থীদের বেতন প্রি-রিভাইসড স্কেল হিসেবে ৩৭৪০০ –৬৭০০০ + গ্রেড পে ৮৯০০ টাকা
  • পে ম্যাট্রিক্স লেভেল ১৩ (১২৩১০০- ২১৫৯০০ টাকা)- অ্যাডমিনিস্ট্রেশন বা ফিনান্স বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ৩ অভিজ্ঞতা সহ নির্বাচিত প্রার্থীদের বেতন প্রি-রিভাইসড স্কেল হিসেবে ৩৭৪০০-৬৭০০০ + গ্রেড পে ৮৭০০ টাকা

  • বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Leave a Reply