ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বিএসএফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সস্পেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এখনই আবেদন করুন – BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022

BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022
BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022
Rate this post

BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022: দেশরক্ষার কাজ করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল), অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সস্পেক্টর (স্টেনোগ্রাফার) পদে ৩২৩ জন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)

শূন্যপদ: ৩১২টি

আবেদনকারীর যোগ্যতা:

  • যেকোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
  • ইংরাজির ক্ষেত্রে মিনিটে ৩৫টি এবং ঘণ্টায় ১০ হাজার ৫০০টি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে।

বেতন:

এই শূন্যপদে যাঁরা চাকরি পাবেন তাঁরা প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা পাবেন।

অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সস্পেক্টর (স্টেনোগ্রাফার)

শূন্যপদ: ১১টি

আবেদনকারীর যোগ্যতা:

  • যেকোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
  • ইংরাজির শর্টহ্যান্ডে অন্তত ৮০টি শব্দ লেখার গতি থাকলে আবেদন করা যেতে পারে।
  • কম্পিউটারে ৫০ মিনিটের ডিকটেশন টেস্ট হবে।

BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022 বেতন:

এই শূন্যপদে যাঁরা চাকরি পাবেন তাঁরা প্রতি মাসে ২৯ হাজার ২০০ টাকা থেকে ৯২ হাজার ৩০০ টাকা পাবেন।

BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022 আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

  • কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।
  • শরীরী মাপজোকের ক্ষেত্রে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৬৫ সেমি এবং মেয়েদের ক্ষেত্রে ১৫৫ সেমি।
  • ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে ৭৭ সেমি, ফুলিয়ে ৮২ সেমি।
  • মেয়েদের ক্ষেত্রে বুকের ছাতিতে কোনও কড়াকড়ি নেই।
  • ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  • ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, রাতকানা ইত্যাদি সমস্যা থাকলে আবেদন করবেন না।

BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022 আবেদনকারীর বয়সসীমা:

ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022 আবেদনের পদ্ধতি:

https://rectt.bsf.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রথমে ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি দিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তাতেই পাওয়া যাবে আইডি ও পাসওয়ার্ড। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করতে হবে।

BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022 আবেদনের ফি:

আবেদনের ফি হিসাবে ব্যাংকে ১০০টাকা জমা দিতে হবে। মহিলা, তফশিলি জাতি ও উপজাতি এবং প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি লাগবে না।

BSF Head Constable and Asistant sub inspector Recruitment 2022 আবেদনের শেষ দিন:

  • আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।
  • পরীক্ষা নেওয়া হবে কলকাতা, গুয়াহাটি, কদমতলা, হাজারিবাগ, আগরতলা, শিলং, খুরদা।
  • বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Leave a Reply