ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ষষ্ঠ শ্রেণী পাস অর্পিতার বোন, চাকরি করেন শিক্ষা দপ্তরে, অবাক করা তথ্য

ষষ্ঠ শ্রেণী পাস অর্পিতার বোন, চাকরি করেন শিক্ষা দপ্তরে, অবাক করা তথ্য
Rate this post

[ad_1]

ষষ্ঠ শ্রেণী পাস অর্পিতার বোন, চাকরি করেন শিক্ষা দপ্তরে, অবাক করা তথ্য

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগের দুর্নীতি কান্ড সামনে আসতেই নজরে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি নজরে আসার পাশাপাশি এবার নজরে এলেন তার বোন সঙ্গীতা। অর্পিতার বোন সঙ্গীতা ছিলেন ধূপকাঠি বিক্রেতা। আবার তিনি ষষ্ঠ শ্রেণী পাস। শিক্ষা দপ্তরে চাকরি পাওয়া নিয়ে প্রথম দিকে কারোর নজর না পড়লেও সম্প্রতি অর্পিতার গ্রেপ্তার হওয়ার পর তিনিও এখন নজরে।

প্রশ্ন উঠছে কিভাবে চাকরি পেলেন ষষ্ঠ শ্রেণী পাস এই যুবতী? অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর প্রথম সামনে আসে একটি নাম। সেই নামটি হল কল্যাণ ধর। ব্যবসা সংক্রান্ত নথিতে এই ব্যক্তির নাম আসলেও পরে নজরে আসে অবাক করা তথ্য। আসলে এই ব্যক্তি হলেন অর্পিতার সম্পর্কে ভগ্নিপতি। তিনি সঙ্গীতার স্বামী।

কল্যাণ ধর বেলঘড়িয়া এলাকার কিশোর পল্লীতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই তিনি অর্পিতার গাড়ির চালক ছিলেন। সম্প্রতি তদন্ত যতই এগোতে শুরু করে ততই দেখা যায় নতুন নতুন তথ্য সামনে আসছে। কল্যাণ এবং সঙ্গীতার সংসারে অনটন ছিল নিত্য সঙ্গী। পেটের ভাত জোগাতে রান্নার কাজও করতেন তিনি। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকা সঙ্গীতা ধূপকাঠি ও বিক্রি করতেন।

তবে প্রতিবেশীদের সূত্রে জানা যাচ্ছে আচমকা এই সঙ্গীতা চাকরি পান রাজ্য শিক্ষা দপ্তরে। তারপরই এক লহমায় বদলে যায় তাদের জীবন। এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে যাওয়ার কারণে প্রতিবেশীদের তোয়াক্কাও করতেন না তারা। চাকরি পাওয়ার পর বেশ কিছুদিন ভাড়া বাড়িতেও থাকতেন। পরে শরিকি জায়গায় নিজেদের বাড়ি তৈরি করেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অর্পিতার।

ষষ্ঠ শ্রেণী পাস সঙ্গীতার এহেন রাতারাতি চাকরি পাওয়া নিয়ে সেই সময় কারোর মধ্যে কোনরকম সন্দেহ না হলেও সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতি কান্ড সামনে আসা এবং পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার গ্রেপ্তার হওয়ার পর প্রতিবেশীদের মধ্যে নানান গুঞ্জন ছড়াচ্ছে। প্রশ্ন উঠছে তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের দৌলতেই অর্পিতার বোন সঙ্গীতা এই চাকরি পেয়েছেন?

[ad_2]

Leave a Reply